আয়েশা টাকিয়ার অভিযোগ
বলিউডের এক সময়ের আলোচিত নায়িকা আয়েশা টাকিয়া হেনস্তার শিকার হয়েছিলেন বলে অভিযোগ তুললেন। ইন্ডাস্ট্রি ছেড়ে দেয়া এই অভিনেত্রী স্বজনপ্রীতি, বুলিং, ট্রল নিয়ে একটি পোস্ট করেছেন।
এই তারকা কর্মক্ষেত্রে নিজের হেনস্তা হওয়ার অভিজ্ঞতা নিয়ে লিখেছেন সেখানে। আয়েশা লিখেছেন, আমি নিজেই কর্মক্ষেত্রে হেনস্তার শিকার হয়েছি। আজ বিশ্বকে সব বলতে চাই। কেউ আপনাকে অনুভব করিয়েছে যে আপনি কোনো কাজেরই না? আমি জানি, তখন কেমন লাগে। মনে রাখবেন আপনি একা নন।
সোচা না থা, সালাম-ই-ইশক, ডোর, সানডে, ওয়ান্টেড খ্যাত তারকা আরও লিখেছেন, আমি আপনাদের সঙ্গে আছি। আপনি, আমরা প্রত্যেকে বিশেষ আর সবার থেকে আলাদা। মন খুলে কথা বলুন। বিশ্বাস করুন, আপনি একজন বিজয়ী।
করোনার উদাহরণ টেনে আয়েশা বলেন, করোনা বিশ্বকে আরও সহনশীল হতে হবে। আরও নিরপেক্ষ আর ন্যায্য হতে হবে। আমাদের পরের প্রজন্ম যেন আরেকটু ভালোভাবে বাঁচতে পারে, আমাদের সেটা নিশ্চিত করতে হবে। আপনি কি আরেকটু সহিষ্ণু হতে পারেন না? পারেন! একটা মানুষ কেমন অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে, সেটা হৃদয় দিয়ে অনুভব করুন। অন্তত চেষ্টা করুন। না জেনে, না বুঝে মন্তব্য করা বন্ধ করুন।
এম
মন্তব্য করুন