পুরো বিশ্বে চলছে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের আতঙ্ক। মহামারির এই সংকটে কিছুটা স্থবিরতা এসেছে বিনোদন জগতেও। এরই মধ্যে সম্প্রতি সিডনিতে একটি গানচিত্রের শুটিং সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
‘এইবার যদি ফিরে আসি’ নামে গানচিত্রটির গানের কথা লিখেছেন আরিফুর রহমান, সুর ও কণ্ঠ ফয়সাল চৌধুরী, সঙ্গীত পরিচালনা করেছেন মাহমুদুল হাসান এবং গানটি নির্মিত হয়েছে স্বদেশ ইন্টারটেনমেন্ট এর প্রযোজনায়।
গানচিত্রটিতে (মিউজিক ভিডিও) জায়েদ রিজওয়ানের পরিচালনায় মডেল হিসেবে অভিনয় করেন সাদী, রুপন্তি ও মাসুদুর রহমান।
বিজ্ঞাপন
এম