ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

বাণিজ্য যুদ্ধে চীনের পাশে থাকবে না অস্ট্রেলিয়া

ডয়চে ভেলে

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ১১:১৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আরোপিত পারস্পরিক শুল্কের বিরুদ্ধে চীনের সঙ্গে একজোট হয়ে লড়াই করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে অস্ট্রেলিয়া। পাশপাশি নিজেদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীনের ওপর নির্ভরতাও কমিয়ে আনার কথা বলেছে দেশটি।

বিজ্ঞাপন

বাণিজ্য পরিস্থিতি মোকাবেলায় চীনের রাষ্ট্রদূতের প্রস্তাবিত যৌথ উদ্যোগ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী রিচার্ড মারলেস বলেন, বৈশ্বিক পর্যায়ে কোনো প্রতিযোগিতায় আমরা চীনের সঙ্গে একজোট হতে যাচ্ছি না।

তিনি আরও বলেন, আমরা এটি করতে যাচ্ছি না। আমরা তাই করবো, যেখানে অস্ট্রেলিয়ার জাতীয় স্বার্থ সমুন্নত থাকে এবং বিশ্বব্যাপী আমাদের বাণিজ্যকে প্রসারিত করে। 

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী রিচার্ড মারলেস ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, ভারত, যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের সঙ্গে অস্ট্রেলিয়ার বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাবে বলে জানান।

দ্য এইজ সংবাদপত্রের একটি কলামে অস্ট্রেলিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াও কিয়ান ক্যানবেরাকে বেইজিংয়ের সঙ্গে এক হয়ে বৈশ্বিক বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে রক্ষা করার আহ্বান জানান। জিয়াও কিয়ান বলেন, নতুন বাস্তবতায় বৈশ্বিক পরিবর্তনের জন্য অস্ট্রেলিয়া ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একসঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন।

অস্ট্রেলিয়ার ওপর যুক্তরাষ্ট্র ১০ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপ করেছে। তবে চীনের সঙ্গে বৈরি সম্পর্ক অস্ট্রেলিয়ার অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অস্ট্রেলিয়ায় উৎপাদিত পণ্যের এক-তৃতীয়াংশের বাজার হচ্ছে চীন। বিপরীতে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় মাত্র পাঁচ শতাংশ পণ্য।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |