• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

বাবা রাজেশ খান্নাকে নিয়ে টুইঙ্কেলের পোস্ট

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ জুন ২০২০, ১৮:২৩
Twinkle's post about father Rajesh Khanna
ছবি সংগৃহীত

আজ বিশ্ব বাবা দিবস। জুন মাসের তৃতীয় রোববার বিশ্বের প্রায় ৭৪টি দেশে বাবা দিবস পালিত হচ্ছে। ‘পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহী পরমং তপঃ, পিতরী প্রিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা’-সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র জপে বাবাকে স্বর্গজ্ঞান করে শ্রদ্ধা করেন। কুরআনে পিতা-মাতার সম্মান প্রসঙ্গে বলা আছে, তাদের সঙ্গে উহ! শব্দ পর্যন্ত করো না।

বাবা দিবসে বাবাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজেশ খান্না ও ডিম্পলের মেয়ে অভনেত্রী টুইঙ্কেল খান্না।

তার ইনস্টাগ্রাম বাবার উদ্দেশে এই বলিউড নায়িকা লিখেছেন, ‘ফাদারস ডে হয়তো এই রোববার। কিন্তু আমার জন্য বাবা দিবস সব সময় ডিসেম্বরে। আমার জন্মের পর বাবা আমার মা কে বলেছিলেন তার জীবনের সবচেয়ে প্রিয় উপহার আমি। যা মা তাকে দিয়েছেন।

টুইঙ্কেল খান্না আরও লিখেছেন, আমাকে পেয়ে বাবার গোটা পৃথিবী পাওয়া হয়ে গিয়েছিল। বাবা আমাকে টিনা বাবা বলে ডাকতেন। আমার বেড়ে ওঠাটা আর পাঁচটা অন্য বাচ্চাদের মতো ছিল না। বাবাই একমাত্র মানুষ ছিলেন যে আমার হৃদয় ভাঙার ক্ষমতা রাখতেন। বাবাই ছিলেন আমার পৃথিবী।

আরও পড়ুন:

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলে-মেয়েকে পালিয়ে বিয়ে করার পরামর্শ দিলেন অভিনেত্রী
টুইঙ্কেলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ববি দেওলের
৫০ বছর বয়সে টুইঙ্কেলের স্নাতক পাস, যা বললেন স্বামী অক্ষয়