• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

সুশান্ত-কৃতির ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ জুন ২০২০, ১৫:০৪
sushant singh rajput, kriti sanon,
সুশান্ত কৃতি

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর একের পর এক ভেতরের গল্প উঠে আসছে। তিনি একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন।

এই অভিনেতা অঙ্কিতা লোখন্ডের সঙ্গে বিচ্ছেদর পর কৃতি শ্যাননের সঙ্গে সম্পর্কে জড়ান। তবে সেই সম্পর্কও স্থায়ী হয়নি।

তাদের বিচ্ছেদের কারণ এখনও জানা যায়নি। তবে সাবেক প্রেমিকের মৃত্যুতে ভেঙে পড়েছেন কৃতি। সুশান্তের শেষকৃত্যেও হাজির হয়েছিলেন কৃতি শ্যানন। শুধু তাই নয়, সুশান্ত চলে গিয়েছেন ঠিকই, সেই সঙ্গে তার হৃদয়ের একটি অংশ নিয়ে গিয়েছেন বলেও মন্তব্য করেন।

হঠাৎ কৃতির সঙ্গে সুশান্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে কৃতির সঙ্গে সুশান্তকে ক্রিস্টমাস সেলিব্রেট করতে দেখা যায়।

৩৪ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর পর তার আরেক প্রেমিকা রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। শোনা যাচ্ছে, অঙ্কিতা লোখন্ডেকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

গেল ১৪ জুন এই নায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন পুলিশ। বলিউডে ছিল সুশান্তের শক্ত অবস্থান। শেষবার 'ছিছোড়ে' ছবিতে দেখা গিয়েছিল সুশান্তকে। এছাড়াও 'কেদরনাথ', 'এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি', 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী', 'পিকে', 'কাই পো চে' সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন সুশান্ত। টেলিভিশনে 'পবিত্র রিস্তা' ধারাবাহিক দিয়ে ক্যারিয়ারে প্রথম সাফল্যের মুখ দেখেন সুশান্ত।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধোনির বন্ধুর প্রেমে মজলেন কৃতি শ্যানন
একই সিনেমায় টাবু-কারিনা-কৃতি শ্যানন
সামনে এআই সঙ্গীও পাওয়া যাবে : কৃতি
একসঙ্গে পর্দায় তিন অভিনেত্রী, টিজারেই উত্তাল নেটদুনিয়া