• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআইকে দেয়ার দাবি রূপা গাঙ্গুলির

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ জুন ২০২০, ১৭:২৮
Rupa Ganguly demanded that the investigation into Sushant's death be handed over to the CBI
ছবি সংগৃহীত

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা নিয়ে ব্যাপক উত্তেজনা চলছে। ৩৪ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু নিয়ে সরব তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ। এবার পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী রুপা গাঙ্গুলি এই তদন্তভার সিবিআই-এর হাতে দেয়ার দাবি জানালেন।

ভারতীয় গণমাধ্যমে তিনি বলেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেয়া হোক। সুশান্তের মৃতদেহের পাশ থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার করা যায়নি। ফলে এটি যে আত্মহত্যা, তা কীভাবে জানলো পুলিশ? এমন প্রশ্নও তোলেন বিজেপির এই নেত্রী।
পাশাপাশি সুশান্তের মৃত্যুর তদন্ত করতে গিয়ে পুলিশ এত তাড়াহুড়ো করছে কেন বলেও প্রশ্ন তোলেন রূপা।

গেল ১৪ জুন এই নায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন পুলিশ। বলিউডে ছিল সুশান্তের শক্ত অবস্থান। শেষবার 'ছিছোড়ে' ছবিতে দেখা গিয়েছিল সুশান্তকে। এছাড়াও 'কেদরনাথ', 'এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি', 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী', 'পিকে', 'কাই পো চে' সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন সুশান্ত। টেলিভিশনে 'পবিত্র রিস্তা' ধারাবাহিক দিয়ে ক্যারিয়ারে প্রথম সাফল্যের মুখ দেখেন সুশান্ত।

আরও পড়ুন :

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়