• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনার জন্মদিন আজ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ জুন ২০২০, ১৬:৩১
anjana
ছবি সংগৃহীত

ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনার জন্মদিন আজ (২৭ জুন)। অভিনয়ে সরব না থাকলেও এখনও চলচ্চিত্রের নানা অনুষ্ঠানে নিয়মিতই দেখা যায়। তরুণ শিল্পীদের কাছেও অঞ্জনা জনপ্রিয় নাম। এ প্রজন্মের শিল্পীদের ভালো কাজের ব্যাপারে উৎসাহিত করেন এই অভিনেত্রী।

অভিনেত্রীর পাশাপাশি অঞ্জনা নৃত্যশিল্পী হিসেবেও বেশ জনপ্রিয়। চলচ্চিত্রের সব ধরনের অনুষ্ঠানে এই বয়সেও নাচ করেন, গান গেয়ে সবাইকে মাতিয়ে রাখেন অঞ্জনা। বয়স তার কাছে কেবল সংখ্যা মাত্র।

তার অভিনয় জীবন শুরু ১৯৭৬ সালে। বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ চলচ্চিত্র দিয়ে কাজ শুরু করলেও তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিটি ‘দস্যু বনহুর’। শামসুদ্দিন টগর পরিচালিত এ ছবিটি ১৯৭৬ সালের ১২ সেপ্টেম্বর মুক্তি পায়।

এরপর প্রায় তিন শত এর অধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে সিনেমা জগতে জীবনের ৪৩ বছর পার করেছেন অঞ্জনা।

এই অভিনেত্রীর উল্লেখযোগ্য ছবি হলো মাটির মায়া, অশিক্ষিত, চোখের মণি, সুখের সংসার, জিঞ্জির, অংশীদার, আনারকলি, বিচারপতি, আলাদীন আলীবাবা সিন্দাবাদ, অভিযান, মহান, রাজার রাজা, বিস্ফোরণ, ফুলেশ্বরী, রাম রহিম জন, নাগিনা, পরীণিতা।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড পেলেন অভিনেত্রী জেরিন কাশফী রুমা 
ফাঁস হওয়া আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন অভিনেত্রী ঊর্বশী
জালিয়াতির অভিযোগ, শিল্পী সমিতি থেকে বহিষ্কার নিপুণ
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নীলপদ্ম’র প্রিমিয়ার