• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

পরীর সামনে কঠিন চ্যালেঞ্জ

বিনোদন ডেস্ক

  ০৬ জুলাই ২০২০, ১২:৩৫
pori moni,
ছবি সংগৃহীত

ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন। যদিও বড় পর্দার আগে ছোট পর্দাতেও কাজ করেছেন তিনি।

বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উপন্যাসটি বেশ জনপ্রিয়। এই উপন্যাসটি নিয়ে ওয়েব সিরিজ় করতে চলেছেন সৃজিত মুখার্জি। হইচই প্ল্যাটফর্মে আসবে সিরিজ়টি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সেই ওয়েব সিরিজের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করবেন পরীমনি। কাহিনির মুশকান জুবেরীর চরিত্রটা তিনিই করছেন।

অন্যান্য চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম এবং টালিউডের অনির্বাণ ভট্টাচার্য।

বলে রাখা ভালো, এর আগে মুশকান জুবেরীর চরিত্রর জন্য জয়া আহসানের নাম ভাবা হয়েছিল। উপন্যাসের লেখকের কাছ থেকে সৃজিত পরামর্শ চাইলে তিনিও জয়াকে নেয়ার কথাই বলেন।

তবে বিশেষ কারণে এই সিরিজ়ে জয়ার বদলে পরীমনিকে নেয়া হবে বলে ঠিক হয়েছে। এদিকে চিত্রনায়িকা পরীর বড় পর্দা থেকে ওয়েব সিরিজে কাজের ফলে তার ভক্তরা খুব সহজেই এক ক্লিকেই দেখতে পাবেন। তবে এই চরিত্রটি তিনি কতটা ফুটিয়ে তুলতে পারবেন তা সময়ই বলে দেবে। এটা নায়িকার জন্য বিরাট চ্যালেঞ্জ হতে যাচ্ছে।

কারণ জয়া আহসান একজন খ্যাতিমান অভিনেত্রী। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর জায়গায় কাজ করাটা যে কারও জন্যই কঠিন চ্যালেঞ্জ মনে করছেন বোদ্ধারা।

এম/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোশাররফ করিমের ‘অন্ধকারের গান’ মুক্তি পাচ্ছে আজ
তিন বন্ধুর ‘শাদী মোবারক’
এবার তিন গল্পে ভিন্নরূপে পর্দা মাতাবেন মোশাররফ করিম
ঘরের কথা পরের কাছে বলতে চাই না: অহনা