চলচ্চিত্রে এন্ড্রু কিশোরের জনপ্রিয় কিছু গান
কিংবদন্তি সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর সবাইকে কাঁদিয়ে সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। দীর্ঘ দিন ক্যানসারের সঙ্গে লড়ে অবশেষে হেরে গেলেন। পৃথিবী থেকে বিদায় নিলেও তার সৃষ্টিকর্ম রয়ে গেছে মনে মনে। তার অসংখ্য গান মানুষের মুখে মুখে। বাংলা চলচ্চিত্রেও আছে তার অসংখ্য জনপ্রিয় গান। সেই ১৯৭৭ সালে আলম খানের সুরে ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রে ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মধ্য দিয়ে চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু হয়। বাংলা চলচ্চিত্রের সর্বাধিক ১৫ হাজার গান গাওয়া শিল্পী তিনি।
বাংলা চলচ্চিত্রে তার বিখ্যাত কিছু গান-
'বড় ভালো লোক ছিল' চলচ্চিত্রের গান 'হায়রে মানুষ রঙিন ফানুস'
'সারেন্ডার' গেয়েছিলেন 'সবাইতো ভালোবাসা চায়' ও 'গুন ভাগ করে করে ঘড়ি চলে ঠিক ঠিক'
'সহযাত্রী' চলচ্চিত্রে আছে 'পৃথিবীর যত সুখ আমি তোমার ছুঁয়াতে খুঁজে পেয়েছি' শিরোনামের একটি গান।
জনপ্রিয় চলচ্চিত্র 'বেদের মেয়ে জোসনা'তে 'বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে' গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
'অবুঝ হৃদয়' চলচ্চিত্রে গেয়েছেন 'তুমি আমার জীবন আমি তোমার জীবন' শিরোনামের একটি গান।
'সুজন সখি' চলচ্চিত্রে গেয়েছেন 'সব সখিরে পার করিতে' গানটি।
'স্বপ্নের ঠিকানা' চলচ্চিত্রে আছে 'ও সাথীরে যেও না কখনো দূরে' শিরোনামের গান।
'প্রিয়জন' চলচ্চিত্রে আছে 'এ জীবনে যারে চেয়েছি' গানটি।
'তোমাকে চাই' চলচ্চিত্রে আছে 'ভালো আছি ভালো থেকো' শিরোনামের গান।
'আনন্দ অশ্রু' চলচ্চিত্রের 'তুমি মোর জীবনের ভাবনা' গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।
'কুলি' চলচ্চিত্রে আছে 'আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে' শিরোনামের গান।
'আজ গায়ে হলুদ' চলচ্চিত্রে গেয়েছেন 'চোখ যে মনের কথা বলে' গানটি।
'বিয়ের ফুল' চলচ্চিত্রে আছে 'তোমায় দেখলে মনে হয়' গানটি।
'স্বপ্নের বাসর' চলচ্চিত্রে আছে 'কিছু কিছু মানুষের জীবনে' গানটি।
'পিতার আসন' চলচ্চিত্রে আছে 'প্রাণের চেয়ে পিয়ো তুমি বন্ধু আমার' গানটি।
'কি যাদু করিলা' চলচ্চিত্রে আছে 'কি যাদু করিলা' গানটি।
'মনে প্রাণে আছ তুমি' চলচ্চিত্রে আছে 'এক বিন্দু ভালবাসা দাও' শিরোনামের গান।
'আমার প্রাণের প্রিয়া' চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন 'তুমি আমার প্রাণের পিয়া' গানে।
'ভালোবাসলেই ঘর বাঁধা যায় না' চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন 'যদি প্রশ্ন করো কি আছে আমার' গানে।
জিএ
মন্তব্য করুন