ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

কণ্ঠ’র জন্য কলকাতায় পুরস্কৃত জয়া

বিনোদন ডেস্ক

রোববার, ১২ জুলাই ২০২০ , ০১:৩৯ পিএম


loading/img
ছবি সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার সু-অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত এই অভিনেত্রী।  

বিজ্ঞাপন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান কলকাতার চলচ্চিত্রে কাজ করেও বেশ কিছু পুরস্কার জিতে নিয়েছেন।

সেখানে আরও একবার কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেলেন জয়া। টালিউডের ‘কণ্ঠ’ চলচ্চিত্রে অভিনয় করে ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ডে ‘ট্রেন্ডসেটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন তিনি।

বিজ্ঞাপন

জানা গেছে, ভারতের হ্যালো নামে একটি প্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ড প্রদান করেছে জয়া আহসানকে।

জয়া আহসান ফেসবুকে লিখেছেন, কণ্ঠের রোমিলা চরিত্রটি আমার হৃদয়ের খুব কাছের। পুরস্কারটি পেয়ে আমি আমি আনন্দিত ও সন্মানিত বোধ করছি।

ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়। গত বছরের ১০ মে পশ্চিমবঙ্গে মুক্তি পায় ছবিটি। বাংলাদেশে সাফটা চুক্তির মাধ্যমে  ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।

বিজ্ঞাপন

এম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |