• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

করোনায় আক্রান্তের গুজব উড়িয়ে দিলেন ড্রিম গার্ল (ভিডিও)

বিনোদন ডেস্ক

  ১২ জুলাই ২০২০, ১৪:২৬
hema malini
ছবি সংগৃহীত

বলিউডের ড্রিম গার্ল খ্যাত অভিনেত্রী হেমা মালিনী করোনায় আক্রান্ত হয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। তবে এই গুঞ্জন ভিত্তিহীন একথা নিজেই জানালেন অভিনেত্রী।

আজ রোববার (১২ জুলাই) নিজেই এক ভিডিও পোস্টের মাধ্যমে কাউকে বিভ্রান্ত হতে না করেছেন হেমা মালিনী।

গতকাল শনিবার কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে প্রকাশ্যে আসে। এর কিছুক্ষণ পর হেমা মালিনীও অসুস্থ। ড্রিম গার্লকেও শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে এমন গুঞ্জন শোনা যায়।

ভিডিও পোস্টে হেমা মালিনী বলেন, আমার জন্য চিন্তা করবেন না, আমি ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছি।

শুধু হেমা মালিনী নয়। গুঞ্জন ছড়িয়ে পড়ে রণবীর কাপুর, নীতু কাপুর ও করণ জোহরও করোনা আক্রান্ত। যদিও সেটিও পরে মিথ্যা বলে জানা যায়।

তামিল ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করা হেমা বলিউডে ‘সোলে’, ‘সীতা ঔর গীতা’, ‘মিরা’, ‘কিনারা’, ‘সন্ন্যাসী’, ‘মেহবুবা’, ‘ড্রিম গার্ল’, ‘প্রেম নগর’, ‘খুশবু’র মতো ছবিতে অভিনয় করেছেন। তিনি ১১বার ফিল্ম ফেয়ার পুরস্কারে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান। ২০০০ সালে পদ্মশ্রী সম্মাননা লাভ করেন হেমা।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০০ বছর আগেও আক্রমণ চালিয়েছিল এইচএমপিভি
করোনার মতো আরেকটি মহামারির আতঙ্ক ছড়াচ্ছে এইচএমপিভি
হাসপাতালে ভর্তি বিল ক্লিনটন 
পুরনো সব স্থাপত্যের আদলে নান্দনিক সব কেক