• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

এবার তাদের ‘একটা জীবন’

বিনোদন ডেস্ক

  ১৫ জুলাই ২০২০, ১৩:১৫
jibon shuvomita
তিন ত্রয়ীর তৃতীয় গান

২০১২ সালে প্রকাশিত হয় কলকাতার গায়িকা শুভমিতা বন্দোপাধ্যায়, বাংলাদেশের গায়ক রিজভী ওয়াহিদ এবং গীতিকার রবিউল ইসলাম জীবন ত্রয়ীর করা ‘চোখেরই পলকে’ এবং ‘যদি তুমি’। দুটি গানই বেশ জনপ্রিয়তা পায়। বিশেষ করে ‘চোখেরই পলকে’, এখনও শ্রোতাদের মুখে মুখে। গান দুটির সুর ও সংগীতায়োজন করেছিলেন ইবরার টিপু।

আট বছর পর এবার রিজভী-শুভমিতা-জীবন ত্রয়ী নিয়ে এসেছেন তৃতীয় গান ‘একটা জীবন’। ১৪ জুলাই বিকেল ৫ টায় রিজভী ওয়াহিদের ইউটিউব চ্যানেল ‘আরডব্লিউ এন্টারটেইনমেন্ট’ থেকে লিরিকাল ভিডিও আকারে প্রকাশিত হয়েছে গানটি। এটির সুর ও সংগীতায়োজন করেছেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল। সিনে আর্টের ব্যানারে লিরিকাল ভিডিওটি বানিয়েছেন শুভব্রত সরকার।

গানটির মুখ-‘একটা জীবন কাটিয়ে দিলাম তুমি আমি একই বৃত্তে/ আজও জানা হলো না তোমার কোনটা সত্য কোনটা মিথ্যে/ হারতে চাওনি কখনো তুমি আর আমিও চাইনি জিত্তে।’

রিজভী ওয়াহিদ বলেন, ‘আমাদের তিনজনের আগের দুটি গানের মতো তৃতীয় গানটিও শ্রোতারা গ্রহণ করবেন বলে বিশ্বাস করি। আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই মেলোডি সুরে গানটি করেছেন। গানটির কথা, সুর, গায়কী সব কিছুর একটা গভীরতা আছে। এতে উঠে এসেছে দুজন মানুষের জীবনের গল্প।’

রবিউল ইসলাম জীবন বলেন, ‘আমার সৌভাগ্য আমার কথায় সুর করেছিলেন কিংবদন্তি আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই। আমার নিজের খুব প্রিয় একটি গান এটি। শ্রোতারা কিভাবে গ্রহণ করে সেটা দেখার অপেক্ষায় আছি।’

এদিকে রেকর্ডিংয়ের সময়ই গানটির প্রতি নিজের ভালোলাগার কথা জানান শুভমিতা।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে শাহনূরকে বাদ দিলো শিল্পী সমিতি
ফুডপান্ডায় নিয়োগ
আইএসআই প্রধানের বাংলাদেশ সফরের খবর ভুয়া: প্রধান উপদেষ্টার প্রেস উইং
বাংলাদেশে বন্দর নির্মাণ করতে চায় ডিপি ওয়ার্ল্ড ও মেয়ার্স্ক