সৌরভ গাঙ্গুলির ‘স্ত্রী’ হচ্ছেন মিমি চক্রবর্তী!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৬ এপ্রিল ২০২৫ , ০৩:৩০ পিএম


সৌরভ গাঙ্গুলির ‘স্ত্রী’ হচ্ছেন মিমি চক্রবর্তী!
ছবি: সংগৃহীত

বিগত দুই-তিন বছর ধরেই দর্শকদের কৌতুহল, কবে দেখা যাবে সিনেপর্দায় সৌরভ গাঙ্গুলীর বর্ণময় ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিগতজীবনের গল্প। উৎকণ্ঠার যেন অন্ত নেই। তবে এরইমধ্যে ঘোষণা এসেছে, ‘প্রিন্স অব ক্যালকাটা’র চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। কিন্তু এরপর সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীর চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে শুরু হয় কৌতুহল, আলোচনা।

বিজ্ঞাপন

এর আগে সৌরভকন্যা সানা অবশ্য তৃপ্তি দিমরিকে ‘পর্দার মা’ হিসেবে পছন্দের কথা জানিয়েছিলেন। কিন্তু মহারাজের বায়োপিকে নায়িকা নির্বাচনে এবার টুইস্ট! 

এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, ক্রিকেটার অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বায়োপিকে স্ত্রীর ভূমিকায় অভিনয়ের জন্য এতদিন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমড়ির নাম শোনা গেলেও তিনি অভিনয় করছেন না।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, সৌরভ গাঙ্গুলির বায়োপিক নির্মাণের চিত্রনাট্য তৈরির কাজ প্রায় শেষের দিকে। তাই পুরোদমে কাজ চলছে অভিনেতা, অভিনেত্রী নির্বাচনে।

নতুন এ সিনেমার অভিনেতা নির্বাচক (কাস্টিং ডিরেক্টর) মুকেশ ছাবড়া বলেন, রুপালি পর্দায় সৌরভ গাঙ্গুলি হয়ে উঠবেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে এবং সৌরভ নিজে ভরসা করেছেন এ অভিনেতার ওপর।
 
মুকেশ ছাবড়া আরও বলেন, তবে এ সিনেমায় তৃপ্তি দিমড়ি অভিনয় করছেন না। তিনি জনপ্রিয় অভিনেত্রী হলেও সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলির চেহারার সঙ্গে তার মিল নেই। তাছাড়া ডোনার চেহারায় বাঙালিয়ানা প্রবল হওয়ায় সিদ্ধান্ত নেয়া হয়েছে, বাংলার প্রথম সারির কোনো নায়িকাকেই ডোনার চরিত্রে অভিনয়ের জন্য কাস্টিং করা হবে।
 
অভিনেত্রী খুঁজতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) কলকাতায় এসেছেন মুকেশ। এমন একজন অভিনেত্রীকে চুক্তিবদ্ধ করতে চান যিনি বলিউডের সঙ্গে টালিউডের সংযোগ ঘটাবেন। তার এ প্রত্যাশায় সায় দিয়েছেন টলিউড ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস এবং পার্পল মুভি টাউনের কর্ণধার প্রীতিময় চক্রবর্তী।
 
শুক্রবার (৪ এপ্রিল) ফেসবুকে প্রীতিময় চক্রবর্তী জানান, যৌথভাবে খুব শিগগিরই একাধিক বড় কাজ শুরু করতে চলেছেন তিনি। এরপরই মুকেশকে পাওয়া যায় ‘রক্তবীজ ২’ সিনেমার শুটিং সেটে। সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা চরিত্রের জন্য কাস্টিং ডিরেক্টর মুকেশের প্রথম পছন্দ মিমিকে। 
 
‘রক্তবীজ ২’ সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করছেন মিমি চক্রবর্তী। আর এ সিনেমায় মুকেশের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে শোবিজ পাড়ায় গুঞ্জন ওঠে, সৌরভ গাঙ্গুলির বায়োপিকে সৌরভের স্ত্রীর চরিত্রে মিমি চক্রবর্তীকে পর্দায় দেখা যেতে পারে।

যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ও কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। 

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission