ঢাকারোববার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২

নায়িকা তানিন সুবহার মৃত্যুর খবর, যা জানা গেল

আরটিভি নিউজ

রোববার, ০৮ জুন ২০২৫ , ০৫:৩৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ক’দিন ধরেই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন চিত্রনায়িকা তানিন সুবহা। আজ হঠাৎ করেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরে তার পরিবারের ঘনিষ্ঠজনরা জানান, চিকিৎসকেরা তাকে ‘ক্লিনিকালি মৃত’ ঘোষণা করেছে। তবে ডাক্তার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। 

বিজ্ঞাপন

রোববার (৮ জুন) সন্ধ্যায় নায়ক জয় চৌধুরী আরটিভিকে বলেন, ‌‘ডাক্তাররা ‘আন অফিসিয়ালি’ তানিন সুবহাকে মৃত ঘোষণা করেছে। তবে অফিসিয়ালি এখনও কিছু বলেনি!’

এর আগে, চলতি মাসের শুরুতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। পরে রাজধানীর আফতাবনগরের নিকটস্থ একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরলে ফের সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে নিলে তাকে আইসিইউতে রাখা হয়।

বিজ্ঞাপন

504425725_1938384090326609_4883589658383482873_n

সেখানে অবস্থার অবনতি হলে পরবর্তীতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে এখন পর্যন্ত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন এই নায়িকা।

দীর্ঘদিন ধরে শোবিজে কাজ করছেন তানিন সুবহা। শুরুটা হয়েছিল বিজ্ঞাপন দিয়ে। এরপর নাম লেখান নাটক-সিনামায়। ‘মাটির পরী’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখিয়ে বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে এই নায়িকার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |