ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

মুক্তির ৪ দিনেই আকাশ ছোঁয়া আয় ‘হাউসফুল ৫’-এর

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ জুন ২০২৫ , ০৩:৫৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’। কমেডি ঘরানার এই সিনেমার একে একে চারটি কিস্তি মুক্তি পেয়েছে। এবার ঈদে মুক্তি পেয়েছে হাউসফুল ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তি। 

বিজ্ঞাপন

এবারের কিস্তিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, জ্যাকুলিন ফার্নান্দেজ, অভিষেক বচ্চন, নার্গিস ফাখরি, রিতেশ দেশমুখ, সোনম বাজওয়া, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকার, চাঙ্কি পান্ডে, ফারদিন খান, ডিনো মরিয়া, চিত্রাঙ্গদা সিং, শ্রেয়াশ তালপাড়ে, জনি লিভারসহ আরও বেশকিছু জনপ্রিয় অভিনয়শিল্পী। যা ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। সেই উন্মাদনা চোখে পড়ল বক্স অফিসের রেকর্ডেও। মুক্তির মাত্র চারদিনে ১০০ কোটি আয় তুলে নিয়েছে সিনেমাটি।

Housefull-5-Final-Schedule

বিজ্ঞাপন

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, মাল্টি-স্টারার সিনেমাটি ভারতীয় বক্স অফিসে মুক্তির প্রথম দিন (৬ জুন) ২৪ কোটি টাকা আয় করে।

দ্বিতীয় দিনে এর আয় ২৯ শতাংশ বৃদ্ধি পায়। ৩১ কোটি টাকা আয় তুলে নেয় এটি। এরপর তৃতীয় দিন রবিবার আয় বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটির বেশি। চতুর্থ দিন সোমবার আয়ে বেশ ধাক্কা খায় এটি।

তবে দুই অঙ্কের ঘরেই ছিল আয়। সোমবার ১৩ কোটি আয় তুলতে পেরেছে সিনেমাটি। যার ফলে চার দিনে ভারতীয় বক্স অফিসে ‘হাউজফুল ৫’-এর মোট আয় ১০০ কোটি ছাড়িয়েছে। স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, চার দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ১৬০ কোটি টাকা।

বিজ্ঞাপন

mv5bzm-1748948515

বিজ্ঞাপন

রিপোর্ট অনুসারে, অক্ষয়ের ‘হাউজফুল ৫’ সানি দেওল অভিনীত ‘জাট’-এর মোট আয়কেও ছাড়িয়ে গেছে মাত্র চারদিনে।

‘জাট’ বিশ্বব্যাপী বক্স অফিসে মোট ১১৮ কোটি টাকা আয় করেছিল। এছাড়াও অক্ষয় নিজের আগের সিনেমা ‘কেশরী চ্যাপ্টার ২’-কে টপকে গেছে যা এ বছর ১৪৪.৬২ কোটি টাকা আয় করেছিল।

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের মতে, এ বছর সর্বোচ্চ আয়ের তালিকায় জায়গা করে নেবে ‘হাউজফুল ৫’। আয়ের দিক থেকে ২০২৫ সালে অক্ষয়ের সামনে রয়েছে সালমান খানের ‘সিকান্দার’, যার আয় ১৮৪ কোটি টাকা এবং অজয় দেবগনের ‘রেইড ২’, যার আয় ২৩৩ কোটি টাকা। তবে শীর্ষস্থানে থাকা ভিকি কৌশলের ‘ছাভা’-কে টপকানো অসম্ভব বলেই মনে হচ্ছে। ছাভা’র আয় ৮০৭ কোটি টাকা।

আরটিভি/এএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |