অর্থহীনের নতুন সদস্যের নাম ঘোষণা
দেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন’-এ স্থায়ী সদস্য হিসেবে যুক্ত হল জাহিন রাশিদের নাম। এর আগে তিনি অস্থায়ী সদস্য হিসেবে ব্যান্ডে কাজ করছিলেন। সম্প্রতি ব্যান্ড ম্যানেজার টিটু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এক বার্তায় অর্থহীনের পক্ষ থেকে বলা হয়, জাহিন রাশিদ এখন থেকে অর্থহীনের নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। তিনি এখন থেকে স্থায়ীভাবে গিটার, কিবোর্ড, সেতার ও বাঁশি বাজাবেন। আমাদের পক্ষ থেকে তার জন্য শুভকামনা।
ব্যান্ডের বর্তমান লাইনআপ: সাইদুস সালেহীন সুমন, মার্ক ডন, মহান ফাহিম ও জাহিন রাশিদ।
প্রসঙ্গত, ‘অর্থহীন’ ব্যান্ডের দলনেতা সাইদুস সালেহীন সুমন বর্তমানে রয়েছেন থাইল্যান্ডে। সেখানে গেছেন নিয়মিত চেকআপের জন্য। এছাড়া ব্যান্ডটি তাদের ফিনিক্সের ডায়েরির সিক্যুয়েল অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি-২’ নিয়ে এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছে।
মন্তব্য করুন
হাতিরঝিল মাতাবে শিরোনামহীন-অ্যাশেজসহ ১২টি ব্যান্ড
শারদীয় উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে জমজমাট এক কনসার্ট। পূজার ছুটিতে রাজধানীর হাতিরঝিল লেকের মনোরম পরিবেশে দেশসেরা ১২টি মিউজিক ব্যান্ড নিয়ে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। ‘কিডলন সেভ বাংলাদেশ কনসার্ট ২০২৪’ শিরোনামে একটি কনসার্টের আয়োজন করেছে ‘তান-রাত ইন্সটিটিউট অব বাংলাদেশ’।
কনসার্টে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীন, অ্যাশেজ, এভয়েড রাফা, আর্বোভাইরাস, আর্ক ব্যান্ড, কুঁড়েঘর—তাসরিফ খান, কাকতাল। আরও পারফর্ম করবে সাবকনসিয়াস, এডভার্ভ, মাশিকুর রহমান, ওয়ারসাইট ও এটিএ ব্যান্ড। কনসার্টটি শুক্রবার (১১ অক্টোবর) দুপুর আড়াইটায় শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। শিক্ষার্থীদের জন্য টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা।
পূজার ছুটিতে হাতিরঝিল লেকের মনোরম পরিবেশে আপনার পছন্দের মিউজিক ব্যান্ডের গানের সঙ্গে জমকালো সন্ধ্যা কাটাতে GET SET ROCK এর ওয়েবসাইট থেকে আপনার টিকিট কমফার্ম করতে হবে।
আরটিভি /এএ/এআর
‘আপনি একটা ইহুদি যোগাযোগমাধ্যমে আসছেন হিন্দু-মুসলিম নিয়া’
দেশের সংগীতাঙ্গনে তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর। ক্যাসেট-সিডির আমলে অডিওতে রাজত্ব করা এই শিল্পী এখনও বেশ দাপুটে। তার মতো করেই গান প্রকাশ করে চলছেন। তৈরি করে নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে তার গাওয়া গানের অডিও-ভিডিও সবই পাওয়া যায়।
গানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব আসিফ আকবর। প্রায় সময়ই নানা ইস্যুতে ফেসবুকে পোস্ট দিয়ে থাকনে। সেই ধারাবাহিকতায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে একটি স্ট্যাটস দিয়েছেন তিনি।
শনিবার (১২ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ আকবর লেখেন, সনাতন ধর্ম অনুসারী সব ভাই-বোন, বন্ধুদের জানাই শারদীয় শুভেচ্ছা। আমাদের প্রত্যাশা ভালোবাসাময় বাংলাদেশ। ভালোবাসা অবিরাম।
ওই পোস্টের কমেন্ট বক্সে একজন প্রশ্ন করেন, আপনি একজন মুসলিম হয়ে শুভেচ্ছা জানান। এরপর আসিফ আকবর তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে একটু বিরক্তের সুরে বলেন, আর আপনি একটা ইহুদি যোগাযোগমাধ্যমে আসছেন হিন্দু-মুসলিম নিয়া। মূর্খ অপদার্থদের প্রজনন বৃদ্ধিতে বিরক্ত বাংলাদেশ।
কমেন্ট বক্সে সানোয়ার হোসেন নামে আরেক ভক্তের ভাষ্য, জি ভাইয়া অনেক সুন্দর পোস্ট ধন্যবাদ আপনাকে। এদেশ একটি পরিবার, আমরা সবাই এই পরিবারের সদস্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা মিলেমিশে দেশে বসবাস করতে চাই। ধর্ম যার যার উৎসব তার তার।
আরটিভি /এএ/এসএ
কথা বলতে পারছেন না গায়িকা ও উদ্যোক্তা বর্ষা চৌধুরী, শঙ্কিত পরিবার
গায়িকা বর্ষা চৌধুরীর অনেক পরিচয়—উদ্যোক্তা, অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সুখ-দুঃখের কথা বলে প্রায়ই আলোচনায় আসেন তিনি। অনেক দর্শক এমনও মন্তব্য করেন, বর্ষা চৌধুরীর জীবনের নানা চড়াই-উতরাই হার মানায় সিনেমার গল্পকেও।
বছর দুয়েক আগে দ্বিতীয় স্বামী ব্যান্ডশিল্পী রুমি রহমানের মৃত্যুর পর ভেঙে পড়েন বর্ষা চৌধুরী। এর মধ্যে এক সন্তানের বয়স তখন সবে দেড় মাস। অন্যদিকে বর্ষার সঙ্গে রুমিরও দ্বিতীয় সংসার এটি। দ্বিতীয় স্বামীকে হারানোর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই রুমিকে নিয়ে আবেগঘন পোস্ট ও ভিডিও পোস্ট করে আসছিলেন বর্ষা। কিন্তু হঠাৎই সবাইকে চমকে দিয়ে চলতি বছরের ১৬ মার্চ তৃতীয় বিয়ের পিঁড়িতে বসেন গায়িকা, অভিনেত্রী ও উদ্যোক্তা বর্ষা। পাত্রটিও ঢাকাই সিনেমার পরিচিত মুখ রাসেল মিয়া।
বিয়ের পর কয়েক মাস ভালো গেলেও সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। গেল মাসে ৬৫ লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে রাসেল মিয়ার বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা করেন বর্ষা। পরে ফেসবুকে একটি লাইভে আত্মপক্ষ সমর্থণ করে স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ তিনি।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ‘বিয়ের পর আমি আমার ভবিষ্যৎ সুখের কথা চিন্তা করে বিভিন্ন সময় বিবাদীকে প্রায় ৫ লাখ টাকা নগদ দিই। কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে বিবাদীর লোভ আরও বেড়ে যায় এবং সে নতুন সিনেমা তৈরি করবে বলে প্রায়ই আমার নিকট যৌতুক বাবদ ৬৫ লাখ টাকা দাবি করে। আর যৌতুকের টাকা না দিলে দ্বিতীয় বিবাহ করবে বলে আমাকে হুমকি দেয়। এতে আমি অপারগতা প্রকাশ করলে প্রায় সময়ই যৌতুকের দাবিতে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে।’
এদিকে সম্প্রতি জামিনে মুক্তি পেয়ছেন রাসেল মিয়া। কিন্তু সেই মামলার রেশ এখনও রয়েই গেছে। জামিনে মুক্তি পেয়েই সংবাদ সম্মেলন করেন পাপমুক্ত সিনেমার সেই অভিনেতা।
অন্যদিকে শনিবার (১২ অক্টোবর) রাতে বর্ষা চৌধুরীরর ফেসবুকে দেওয়া এক পোস্টে জানানো হয়, Borsha আপু কথা বলতে পারছে নাহ, এক পাশ অবস! মুগদা মেডিকেল হসপিটালে ভর্তি, সব টেস্ট করা হচ্ছে ব্রেইন স্ট্রোক এর সম্ভাবনা আছে, সবাই দোয়া করবেন।
সবশেষ অবস্থা নিয়ে সেই ফেসবুক থেকেই আরও এক পোস্টের মাধ্যমে জানানো হয়, আপুর আপডেট জানার জন্য সবাই কল দিচ্ছেন, আগের মতই কথা বলতে পারছে না, সাথে ডান হাতটা নাড়াতে পারছেন না। রাতে সিটিস্ক্যান করাতে পারিনি। ডক্টর আসবে ৭টায়, বোঝা যাবে কি হয়েছে। ৯০% ধারণা করছে ব্রেইন স্ট্রোক, মুগদা মেডিকেল থেকে রাতে বলে দিয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ভাইয়ারে’ নামে একটি সিনেমা। যেখানে নায়ক ও পরিচালকের ভূমিকায় ছিলেন রাসেল মিয়া। সেসময় রাসেলের একটি বক্তব্যকে কেন্দ্র করে শোরগোল সৃষ্টি হয়। মুক্তির পর এই নায়ক নিজ সিনেমাকে ‘পাপমুক্ত’ সিনেমা বলে ঘোষণা দেন। এ ছাড়া ‘ভাইয়ারে’ সিনেমাটি দেখলে অজু ভাঙবে না বলেও মন্তব্য করেছিলেন রাসেল মিয়া। গত ১৮ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বর্ষার সঙ্গে পরিচয় হয় রাসেল মিয়ার।
আরটিভি /এএ
হঠাৎ আলোচনায় ‘এক জীবনে এত প্রেম’ গানের মডেল সেই শায়না
‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের জনপ্রিয় গানটির কথা নিশ্চয়ই মনে আছে সবার। অনুরুপ আইচের লেখা গানটি গেয়েছিলেন কণ্ঠশিল্পী শহিদ ও শুভমিতা। গানের ভিডিওর পাশাপাশি সবার নজর কেড়েছিল ওই গানের মডেল কন্যা মিষ্টি চেহারার শায়না আমিন। ২০১১ সালে ‘এক জীবন’ গানের ভিডিও চিত্রে মডেলিং করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন শায়না। এই গানের ভিডিও চিত্রের জন্যই এতবছর পরও এখনো তিনি দর্শকদের মনে গেঁথে আছেন।
বর্তমানে স্বামী-সন্তান নিয়ে যুক্তরাজ্যে থাকছেন শায়না। সেখানেই একটি কফিশপে তোলা নিজের দুইটি ছবি ফেসবুকে প্রকাশ করেন তিনি। যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ইন্টারনেট দুনিয়ায়। ফলে আলোচনার টেবিলে এসেছেন এই অভিনেত্রী। প্রায় ১০ বছর ধরে মিডিয়ার বাইরে থাকলেও শায়নার গ্লামারে যেন এতটুকুও ভাটা পড়েনি। বরং অনেকেই ২০১১ সালে ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের সেই গানের মডেলের সঙ্গে বর্তমান শায়নার তুলনা টেনে বিভিন্ন মন্তব্য করছেন।
কেউ কেউ পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গেও শায়নার তুলনা করছেন। তাদের মতে, শায়না এখনো কোনো অভিনেত্রীর চেয়ে কম নয়। কেউ কেউ বলেছেন, রূপ-গুণ দিয়ে বাংলাদেশের বর্তমান সময়ের অভিনেত্রীদেরও পেছনে ফেলার ক্ষমতা রাখেন তিনি।
শায়না এখন কী করছেন? খোঁজ নিয়ে জানা যায়, ২০১১ সালে আসাদুজ্জামান সেতুকে বিয়ে করেন শায়নার। বিয়ের ৩ বছরের মাথায় সেই সংসারের ইতি টানেন অভিনেত্রী। এরপর যুক্তরাজ্য প্রবাসী মাসুদ রানাকে বিয়ে করে বর্তমানে সুখের সংসার করছেন এই তারকা। এখন স্বামী-সন্তান নিয়ে যুক্তরাজ্যেই বসবাস করছেন তিনি। শায়না বর্তমানে দুই সন্তানের মা। মেয়ে আরশিয়া ও ছেলে নুমাইরকে নিয়ে লন্ডনে বসবাস অভিনেত্রীর।
২০১৮ সালের ১৩ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে পুত্র নুমাইর আমিন রানাকে জন্ম দেন শায়না। এর আগে ২০১৫ সালের ৯ ডিসেম্বর কন্যাসন্তানের মুখ দেখেন। যার নাম রাখা হয় আরশিয়া।
বছরখানেক আগেও দেশে ফিরেছিলেন অভিনেত্রী। তবে অভিনয়ে আর ফেরেননি। জানিয়েছেন, অভিনয়ে ফেরার মতো কোনো পরিকল্পনাও নেই। বর্তমানে স্বামী-সন্তান নিয়েই বিদেশের মাটিতে কাটছে নায়িকার সুখের সময়।
আরটিভি /এএ /এসএ
ফেসবুক পোস্টে বাংলাদেশ নিয়ে আতিফ আসলামের বার্তা
ফের ঢাকার মঞ্চ মাতাতে বাংলাদেশে আসছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। আগামী ২৯ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে পারফর্ম করবেন তিনি।
বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টটি আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। সম্প্রতি তাদের অফিসিয়াল ফেসবুকে আতিফ আসলামের ‘কুচ ইস তারহা’ গানের মিউজিক শেয়ার করে কনসার্টের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
এদিকে গত ১৬ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করে পোস্ট দিয়েছেন আতিফও। ক্যাপশনে গায়ক লিখেছেন, ‘বাংলাদেশ, আমি আসছি।’ পাশাপাশি কনসার্টের তারিখ ও টিকিটের প্রাপ্তির ওয়েবসাইটের লিংকও শেয়ার করেছেন তিনি।
জানা গেছে, কনসার্টে আতিফসহ পাকিস্তানের আরও একজন শিল্পী অংশগ্রহণ করবেন। এ ছাড়া বাংলাদেশের কয়েকজন সংগীতশিল্পীও অংশ নেবেন।
ট্রিপল টাইম কমিউনিকেশনের পক্ষ থেকে জানানো হয়, ২৯ নভেম্বর বিকেল ৫টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। দুপুর ১টায় দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে। শিগগিরিই শুরু হবে টিকিট বিক্রির কার্যক্রম। টিকিট পাওয়া ‘টিকিট টুমোরো’ (https://www.tickettomorrow.com/) নামের ওয়েবসাইটে।
আরটিভি/এইচএসকে
সংগীতশিল্পীর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য
জনপ্রিয় ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম পেইন মাত্র ৩১ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন। বুধবার (১৬ অক্টোবর) আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে একটি হোটেলের চতুর্থ তলা থেকে পড়ে মারা যান বিখ্যাত ব্যান্ড দল ‘ওয়ান ডিরেকশন’-এর এই সদস্য। তবে তার মৃত্যুর আসল কারণ নিয়ে চলছে তর্ক-বিতর্ক।
আর্জেন্টিনার প্রসিকিউটর অফিস নিশ্চিত করেছে যে, ‘ওয়ান ডিরেকশন’ তারকা একাধিক ট্রমার কারণে মারা গেছেন। যার ফলে বুয়েন্স আয়ার্সের থার্ড ফ্লোরের হোটেলের বারান্দা থেকে পড়ার পর অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল।
বুয়েন্স আইরেসের জরুরি পরিষেবার প্রধান প্রকাশ করেছেন যে পেইনের মৃত্যু ‘ক্রেনিয়াল ফ্র্যাকচার এবং অত্যন্ত গুরুতর আঘাতের’ কারণে হয়েছে। একটি নতুন ময়নাতদন্তের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে, তার মাথার আঘাতগুলো মারাত্মক ছিল।
এ ছাড়াও তার হোটেল রুমে পাওয়া পদার্থগুলো সম্ভাব্য অ্যালকোহল এবং ড্রাগ সেবনের ইঙ্গিত দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, ‘পেইন একাধিক আঘাত এবং অভ্যন্তরীণ এবং বাহ্যিক রক্তক্ষরণের কারণে মারা গিয়েছেন।’
আর্জেন্টিনার ময়নাতদন্ত পরবর্তী রিপোর্টে বলা হয়েছে, লিয়াম পেইনের মৃত্যুতে তারা একাধিক অসংগতি খুঁজে পেয়েছেন, যার ফলে তার মৃত্যুর কারণকে প্রশ্নবিদ্ধ হিসেবে ধরা হচ্ছে। ‘যদিও সবকিছু ইঙ্গিত দেয় যে মৃত্যুর আগ মুহূর্তে সংগীতশিল্পী একা ছিলেন এবং তিনি মাদকের অপব্যবহার থেকে এক ধরনের প্রাদুর্ভাবের মধ্য দিয়ে যাচ্ছিলেন, যার ফলে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ৪র্থ তলার বারান্দা থেকে লাফিয়ে পড়ে মারা যান।
ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, যার ফলে ময়নাতদন্ত রিপোর্টে পেইনের শরীরে ২৫টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা মূলত উঁচু থেকে পড়ে যাওয়ার কারণেই হয়েছে বলেই, ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন যে, মাথার আঘাতগুলি মারাত্মক ছিল এবং ‘মাথার খুলি, বুক, পেট এবং অভ্যন্তরীন অঙ্গপ্রত্যঙ্গগুলোর বাহ্যিক রক্তক্ষরণও’ তার মৃত্যুর ক্ষেত্রে ভূমিকা পালন করে।
প্রসঙ্গত, পেইন ‘ওয়ান ডিরেকশন’ ব্যান্ডের কম্পোজার ও গিটারিস্ট ছিলেন। ২০১৬ সালে ব্যান্ডটি ভেঙে যায়। এরপর থেকে এই ব্যান্ডের শিল্পীরা এককভাবে কাজ করছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই তার ভক্তরা আর্জেন্টিনার রাজধানীর ওই হোটেলে জড়ো হন।
আরটিভি /এএ
ফারিণের ইংলিশ গানে মুগ্ধ নেটদুনিয়া
অভিনয়ে বরাবরই প্রশংসিত শোবিজের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ক্যারিয়ারে ইতোমধ্যেই বেশ কয়েকটি কাজ করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। নিজ দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলায় অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন ফারিণ।
অভিনয়ের পাশাপাশি ভালো গানও করেন তিনি। তাহসানের সঙ্গে দ্বৈত গান গেয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন এই অভিনেত্রী। এবার ইংলিশ গান ‘জেলাসি’ গেয়েও মুগ্ধ করলেন নেটিজেনদের।
গত ১৮ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গায়ক ল্যাব্রিন্থ-এর ‘জেলাসি’ গানটি গেয়ে একটি ভিডিও শেয়ার করেছেন ফারিণ। যেখানে দেখা যায়, খোলা চুলে নিভো নিভো আলোর মাঝে একরাশ বিষণ্নতা নিয়ে গান গাইছেন তিনি।
এদিকে ফারিণের ওই ভিডিওর নিচে মন্তব্যের ঝড় উঠেছে নেটিজেনদের। তার গলায় গানটি শুনে অভিনেত্রীকে প্রশংসার সাগরে ভাসাচ্ছেন ভক্তরা। একজন লিখেছেন, দারুণ কণ্ঠ। দারুণ গেয়েছেন। আরেকজন লেখেন, মন ভরে গেল শুনে। দারুণ গেয়েছেন। ফারিণের এক ভক্ত লিখেছেন, মিষ্টি কণ্ঠ আপনার।
প্রথমবারের মতো হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে তাহসানের সঙ্গে গান গেয়েছিলেন ফারিণ। পেশাদার সংগীতশিল্পী না হয়েও খুব চমৎকারভাবেই গানটি গেয়েছিলেন অভিনেত্রী।
যদিও পরবর্তীতে লন্ডনের একটি মঞ্চে খালি গলায় সেই গানটি গেয়ে বেশ কটাক্ষের মুখেও পড়েন ফারিণ। তবে ইংলিশ গান গেয়ে আবারও ভক্তদের মন জয় করলেন তিনি।
প্রসঙ্গত, সর্বশেষ ওয়েব সিরিজ ‘চক্র’-তে দেখা গেছে ফারিণকে। সিরিজটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। ২০০৭ সালের ১১ই জুলাই ময়মনসিংয়ের এক পরিবারের ৯ জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে। যে ঘটনায় গোটা দেশে আলোড়ন সৃষ্টি হয়। মূলত সেই ঘটনা থেকেই অনুপ্রাণিত হয়ে এটি বানানো হয়েছে। এতে ফারিণের সঙ্গে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব।
আরটিভি/এইচএসকে