• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

আত্মপ্রকাশ করছে ব্যান্ড ‘টক্সিক ব্রেইন’ 

আরটিভি নিউজ

  ৩০ মে ২০২৪, ২০:২৬

কয়েকজন তরুণের উদ্যোগে নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করছে ব্যান্ড ‘টক্সিক ব্রেইন’। ইতোমধ্যে ভার্চুয়াল জগতে পরিচিতিও পাচ্ছে দলটি।

শুক্রবার (৩১ মে) মুক্তি পেতে যাচ্ছে ‘টক্সিক ব্রেইন’র তৃতীয় সিঙ্গেল গান ‘বিষণ্ণ সময়’। এর আগে, সর্বশেষ ২০২২ সালে ‘ধ্বংসের শেষে’ নামে দ্বিতীয় সিঙ্গেল গান রিলিজ করে ব্যান্ডটি।

শুরুতে এই ব্যান্ডের নাম ছিল ‘ব্রোকেন’। পরবর্তীতে ব্যান্ড মেম্বারদের সঙ্গে তেমন রসায়ন না থাকায় ব্যান্ড লিডার এবং ফাউন্ডার আসিফ আদনান সেখান থেকে সরে আসেন এবং করোনা পরবর্তী সময়ে ‘টক্সিক ব্রেইন’ নামে নতুন ব্যান্ড ফর্ম করেন।

ব্যান্ড ফাউন্ডার আসিফ, নিলয় পারভেজ এবং অভিকে নিয়ে ‘টক্সিন ব্রেইন’ নামে যাত্রা শুরু করলেও একটা সময়ে গিটারিস্ট নিলয় এবং অভি ব্যক্তিগত জীবনের ব্যস্ততার জন্য ব্যান্ড লিভ নিয়ে নেয়। পরে ২০২৩ সালে নতুন গিটারিস্ট মাহাদী সাব্বিরকে নিয়ে ব্যান্ডের কার্যক্রম শুরু করেন আসিফ।

‘টক্সিক ব্রেইন’এর লাইনআপ-এ লিড গিটারিস্ট হিসেবে আসেন ব্যান্ড ফাউন্ডার আসিফ আদনান, ভোকাল আশদাদ হায়দার চৌধুরী, বেস গিটারে যুক্ত হন পারভেজ ব্যাপারী, রিফ গিটার প্লে করেন মাহাদী হাসান সাব্বির এবং ব্যান্ডের সর্বকনিষ্ঠ সদস্য ইফাজ তাহমিদ যুক্ত হন ড্রামার হিসেবে।

তারা তাদের গানগুলো সাধারণত ‘টক্সিক ব্রেইন’ নামে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ করেছে এবং সেই সঙ্গে এখন থেকে স্পটিফাই-সহ বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাবে তাদের গান।

এছাড়া তাদের ফেসবুক পেইজের নাম ‘টক্সিক ব্রেইন’, যেখানে ব্যান্ডের সব ধরনের কার্যক্রমের আপডেট পাওয়া যায়।

ব্যান্ডের বর্তমান সময়ের গিটারিস্ট এবং ম্যানেজার জানান, এখনি তারা অ্যালবাম দিতে চাচ্ছেন না। তবে ২০২৪ সালের মধ্যে তারা একটা পরিপূর্ণ ইপি দেওয়ার চেষ্টা করবেন যেখানে চার থেকে পাঁচটা গান থাকার সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যে তারা তাদের চতুর্থ এবং পঞ্চম গান ‘শৈশব’ এবং ‘টাকা’ তৈরি করছেন।

মন্তব্য করুন

Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়