• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

শুরু হচ্ছে আরটিভি আলোকিত কোরআন ইউএসএ-সিজন-২

আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২৪, ১৬:০১

বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে পবিত্র কোরআন নিয়ে রয়েছে এক অকৃত্রিম অনুভূতি। প্রবাসী বাঙালি মুসলিমরাও এর ব্যতিক্রম নয়। মুসলিম সম্প্রদায়ের সব বয়সী মানুষই কোরআন চর্চা করে থাকেন। তাদের সে কোরআন চর্চা ও তেলাওয়াতকে আরও প্রচার ও প্রসারের লক্ষ্যে ‌'সুন্দর জীবনের জন্য কোরআন' এই শিরোনামে গত বছর নর্থ আমেরিকায় বসবাসরতদের নিয়ে প্রথমবারের আয়োজিত পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ‌‌‌‌‌‌‌'আর টিভি আলোকিত কোরআন ইউএসএ-২০২৪' এর ব্যাপক সাফল্যের পর দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে- আরটিভি আলোকিত কোরআন ইউএসএ সেশন-২।

পবিত্র রমজান মাস জুড়ে ইফতারের পূর্বে মোট ২৭টি পর্বে জনপ্রিয় চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে এই প্রতিযোগিতা। রিয়েলিটি শোটির আয়োজনে রয়েছে প্রিয়ন্তি ইউএসএ ইনকরপোরেশন এবং ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে মেডসিস ম্যানেজমেন্ট।

এ উপলক্ষে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নিউ ইয়র্কে আবদুল্লাহ বেংকোয়েট হলে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, প্রিয়ন্তি ইউএসএ ইনকরপোরেশনের সিইও মনোয়ার হোসেন পাঠান এবং মেডসিজ ম্যানেজম্যান্টের চেয়ারম্যান মোহাম্মদ হাসান।

অতিথিদের মধ্যে আলোকিত কোরাআন ইউএসএ সিজন-২-এর টাইটেল স্পন্সর গোল্ডেন এইজ হোম কেয়ার ও সাপ্তাহিক আজকাল'র সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ, ফাহাদ সোলায়মান, কমিউনিটি লিডার আহসান হাবিব, মিজবাহ আবদিন, মাওলানা আবদুল মুকিত, আলমগীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী সামসুল আবদিন, রোহিন মিয়া, আবদুল্লা আল আহাদ, বিশিষ্ট সাংবাদিক মনির হায়দার, বেলাল আহমেদসহ বিশিষ্ট ব্যক্তিরা।

নর্থ আমেরিকায় বসবাসরত মুসলিম কমিউনিটির যে কেউ অংশগ্রহণ করতে পারবেন এই প্রতিযোগিতায়।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। রেজিস্ট্রেশন চলবে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।

রেজিস্ট্রেশন করার নিয়মাবলী:

• প্রতিযোগিকে ২-৩ মিনিটের একটি তেলাওয়াতের ভিডিও মোবাইলে রেকর্ড করতে হবে
• ধারণকৃত ভিডিওটি প্রতিযোগির নাম, মোবাইল নাম্বার ও ঠিকানাসহ পাঠিয়ে দিন উল্লেখিত যেকোনো একটি মাধ্যমে।

Whatsapp +1(404) 916 5251, +880 1552 322 040, +880 1878184116
Rtvonline.com/alokitoquranusa
rtvalokitoquranusa@gmail.com

বিস্তারিত জানতে:

Facebook.com/rtvrealityshowa
Facebook.com/RtvAlokitoQuran

আরটিভি/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আরটিভি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
২০ বছরে পদার্পণ করল আরটিভি
আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউর শুভেচ্ছা বার্তা
আরটিভিতে আজ ফারহান-ফারিনের ‘মনের মাঝে তুমি’