ঢাকাশুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

‘এরকম সাপোর্টটিভ পার্টনার প্রত্যেকটা মানুষেরই কাম্য’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ০৪:৪৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সাদিয়া জাহান প্রভা দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে মিডিয়াতে নিয়মিত অভিনয় করছেন। ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তারপর বিজ্ঞাপন দিয়ে শুরু করে প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটকে অভিনয়ের মাধ্যমে বেশ আলোচনায় চলে আসেন। 

বিজ্ঞাপন

ছোট পর্দার এই অভিনেত্রী যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে আলোচিত হয়েছেন, ঠিক তেমনি বিয়ে এবং একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে হোঁচট খান। এই গল্পটি সবারই জানা। তবে সব কিছু ছাপিয়ে ফের নতুন উদ্যমে কাজে ফিরেছেন। কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমে বেশ সরব তিনি। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন। এবার তিনি সামাজিক মাধ্যমে মত প্রকাশ করলেন জীবনসঙ্গী নিয়ে।

সোমবার (৭ এপ্রিল) নিজের ফেসবুকে প্রভা লিখেন, সালমান মুক্তাদির আর ক্রিকেটার নাসির ছাড়া আমি বাংলাদেশে (জীবনসঙ্গীকে সম্মান করা)তেমন কোন পুরুষ মানুষ দেখতে পাইনি। যারা নিজের সম্মান ক্যারিয়ারের অজুহাত না দেখিয়ে জীবনসঙ্গীকে প্রাপ্য সম্মান ও নিরাপত্তা দিয়েছে।

বিজ্ঞাপন

এরপর তিনি লেখেন, যাক আরেকজন পুরুষ দেখতে পেলাম। আমি দোয়া করি ছেলেটা এমনই থাকুক, এ রকম একটা সাপোর্টটিভ পার্টনার প্রত্যেকটা মানুষেরই কাম্য।

তবে সালমান ও নাসিরের পর কাকে দেখে প্রভার এমন উপলব্ধি তা জানাননি অভিনেত্রী। যদিও তার পোস্ট শেয়ার করে মন্তব্যের ঘরে দুই-একজন নেটিজেন লিখেছেন তরুণ গায়ক শেখ সাদীর নাম। কেননা সম্প্রতি পরীমণির বিরুদ্ধে তার তথাকথিত গৃহকর্মী পিংকির আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে সরব হয়েছেন সাদী। সমর্থন করেছেন অভিনেত্রীকে। অনেকের ধারণা, সম্ভবত সাদীর এই কার্যক্রম দেখেই সামাজিক মাধ্যমে পোস্টটি দিয়েছেন প্রভা। 

পরীমণির সঙ্গে শেখ সাদীর সঙ্গে প্রেমের গুঞ্জন সবার জানা। অভিনেত্রীর সুখে দুঃখেও পাশে থাকতে দেখা যায় সাদীকে। এর আগে মামলায় পরীমণির জামিনদারও হয়েছিলেন তিনি। 

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |