ঢাকা

হানিমুনেও নাকি মাকে নিয়া যাইতে হয়, প্রশ্ন প্রভার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ০৪:৪২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

র‌্যাবের এএসপি পলাশ সাহার আত্মহত্যার ঘটনায় স্ত্রী সুস্মিতা সাহা ও মা আরতি সাহা একে অন্যের দিকে আঙুল তুলে দোষারোপ করছেন। এ ঘটনা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন পলাশের স্ত্রী সুস্মিতা। 

বিজ্ঞাপন

যেখানে তিনি দাবি করেছেন, ওর (পলাশ সাহা) মা আমাকে সংসার করতে দেয়নি। আমার স্বামী আমার হাতের রান্না ভালো খেত বলে আমার শাশুড়ি আমার রান্নাবান্না করা বন্ধ করে দিলো। আমার শাশুড়ির পরিকল্পনা ছিলো ছেলে বিয়ে করবে, তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে, বউ সংসার আর বাচ্চা নিয়ে থাকবে, আর সে তার ছেলেকে নিয়ে থাকবে।

শুধু তাই নয়, সুস্মিতা সাহা আরও দাবি করেন- বিয়ের ৬-৭ মাস পর থেকে পলাশকে বলা শুরু করি, কোনো সমস্যা বা তোমার মানসিকতা এমন কেন, তুমি পছন্দ করে এনেছো, আমি তো হেঁটে আসিনি। তোমার কি ইচ্ছা করে না, বউকে নিয়ে একটু থাকি বা বউকে আলাদা করে একটু সময় দিই। কিন্তু ও বলতো বউকে আলাদা করে সময় দেওয়ার কী আছে, মা আছে, আমি আছি, তুমি আছো যা করব একসঙ্গে করব। বউকে তো রাতে ভালোবাসা যাবে, রাতে তো বউয়ের সঙ্গে ঘুমাই, তখনই ভালোবাসব। কিন্তু আমি বলতাম বউকে কি শুধু রাতে ভালোবাসার জন্য, ঘুমানোর জন্য বিয়ে করে, বউয়ের কোন শখ-আহ্লাদ থাকে না।

বিজ্ঞাপন

শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ তুলে সুস্মিতা আরও বলেন, আমাদের স্বামী-স্ত্রীকে একসঙ্গে কথা বলতে দিতো না। দিনের মধ্যে যতটুকু বাসায় থাকার সুযোগ পেত ততটা সময় আমার শাশুড়ির সঙ্গে থাকত। কিন্তু আমি কিছু মনে করতাম না। সংসার কেবল মাত্র শুরু করেছি হয়তো একদিন না এতদিন ঠিক হয়ে যাবে। কিন্তু এই একদিন দিনের পর দিন হতেই থাকল, আমার স্বামীর মধ্যে কোনো পরিবর্তন হলো না। ও ওর মাকে সময় দিতো, আমাকে আর সময় দিতো না।

পলাশের মৃত্যুর পর তার স্ত্রীর এই বক্তব্যে ঝড়ের গতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই র‌্যাবের এই এএসপির মায়ের দিকে আঙুল তুলে বিভিন্ন প্রশ্ন করেন। বিষয়গুলো নিয়ে আরতি সাহার কঠোর সমালোচনাও করেন অনেকে। 

তাদেরই একজন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে আশ্চর্যকণ্ঠে অভিনেত্রী লিখেছেন, হানিমুনেও নাকি মাকে নিয়ে যাইতে হয়! বাইরে গেলে নাকি মার হাত ধরে ঘুরতে হয়! বউয়ের রান্না ভালো হয়েছে এই প্রশংসা শুনলে আবার তরকারির পাতিলও ফালায় দেয়!!

বিজ্ঞাপন
Advertisement

প্রভার সেই পোস্ট দেখে ভক্তদেরও বুঝতে বাকি নেই, অভিনেত্রী কার দিকে আঙুল তুলেছেন। তিনি যে পরোক্ষভাবে পলাশ সাহার মায়ের দিকেই আঙুল তুলেছেন সেটা স্পষ্ট। 

নেটিজেনরাও অভিনেত্রীর পোস্ট শেয়ার করে বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ তার পক্ষ নিয়েছেন কেউ আবার পলাশের মায়ের পক্ষেই দাঁড়িয়েছেন।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |