ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সেই গোরখোদক মনু মিয়ার পাশে দাঁড়াতে চান খায়রুল বাসার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৯ মে ২০২৫ , ০১:১৯ পিএম


loading/img
ছবি: কোলাজ

সামাজিক যোগাযোগমাধ্যমে কিছুদিন ধরেই আলোচনা চলছে কিশোরগঞ্জের মিঠামইনের মনু মিয়াকে নিয়ে। গ্রামের মানুষদের কাছে তিনি পরিচিত ‘গোরখোদক’ হিসেবে। দীর্ঘ ৪৯ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খননের কাজ করে চলেছেন তিনি। এ পর্যন্ত প্রায় ৩ হাজারের বেশি কবর খনন করেছেন কোনো প্রকার অর্থ বা উপহার না নিয়েই। 

বিজ্ঞাপন

কোনো গ্রামে মৃত্যুর খবর পেলেই নিজের লাল রঙের ঘোড়ায় চড়ে পৌঁছে যেতেন। কিন্তু দুর্ভাগ্যবশত, সেই বিশ্বস্ত সঙ্গী আর নেই। মনু মিয়ার বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। আর তার অনুপস্থিতিতে দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে কেটে ঘোড়াটিকে হত্যা করে। হাসপাতালে চিকিৎসাধীন মনু মিয়ার শারীরিক ও মানসিক অবস্থার কথা ভেবে স্ত্রী ও স্বজনেরা তার কাছে গোপন রেখেছেন ঘোড়াটি হত্যার কথা।

এই মর্মান্তিক ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচিত। বিষয়টি নজরে আসে দেশের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসারের। অভিনেতা সোমবার (১৯ মে) সকালে মনুমিয়াকে নিয়ে করা একটি তথ্যচিত্র শেয়ার করেন। আর ক্যাপশনে মনু মিয়ার পাশে দাঁড়ানোর কথা বলেন। 

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওর ক্যাপশনে খায়রুল বাসার লেখেন, মনু মিয়াকে আমি ঘোড়া কিনে দিতে চাই। আমার কবর খোঁড়ার আগ পর্যন্ত আল্লাহ যেন তাকে সুস্থ ও নিরাপদ রাখেন। কেউ মনু মিয়ার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারেন, তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবেন।

খায়রুল বাসারের এই মানবিক উদ্যোগ সামাজিক মাধ্যমে ইতোমধ্যে প্রশংসা কুড়াচ্ছে। অনেকেই মনু মিয়ার নিঃস্বার্থ কাজের প্রশংসা করছেন এবং তার পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন।

আরটিভি/এএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |