টনি ডায়েসের জীবনে বিষাদের ছায়া, হারালেন একসঙ্গে দুই বন্ধুকে

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১১ জুন ২০২৫ , ০৪:৫৭ পিএম


টনি ডায়েসের জীবনে বিষাদের ছায়া, হারালেন একসঙ্গে দুই বন্ধুকে
ছবি: সংগৃহীত

নব্বই দশকের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস। দীর্ঘদিন তিনি  নিউইয়র্ক অবস্থান করছেন। তার জীবনে এখন বিষাদের ছায়া। গত ৯ জুন একসঙ্গে দুই বন্ধুকে হারিয়েছেন এই অভিনেতা।

বিজ্ঞাপন

ওইদিন এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, এখনও বিশ্বাস হচ্ছে না। আজ সন্ধ্যায় (৯ জুন) টরন্টোর কাওয়ার্থা লেকে এক মর্মান্তিক দুর্ঘটনায় আমি আমার দুই প্রিয় শৈশবের বন্ধু টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন সাইফুজ জামান গুড্ডুকে হারিয়েছি।

গত বছর টরন্টোতে আমরা তিনজনই শেষবার এক সঙ্গে ছিলাম হাসিমুখে। জানতাম না যে এটিই আমাদের শেষ মুহূর্ত হবে। অনেক স্মৃতি, অনেক হাসি। খুব তাড়াতাড়ি চলে গেলে, কিন্তু তোমরা সবসময় আমার হৃদয়ে বেঁচে থাকবে। দয়া করে তোমাদের প্রার্থনায় তাদের স্মরণ কর। আমার ভাইয়েরা, শান্তিতে থাক।

বিজ্ঞাপন

২০০৮ সালের শেষের দিকে টনি ডায়েস তার স্ত্রী প্রিয়া ডায়েস ও মেয়ে অহনাকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে নিউইয়র্ক লং আইল্যান্ডের হিকসভিল শহরে বসবাস করছেন তিনি। তিনি পাঁচ বছর আগে দেশে এসেছিলেন। শৈশব–কৈশোরের বন্ধুদের  সঙ্গে ঘুরেছেন কক্সবাজার সমুদ্র সৈকতসহ বিভিন্ন জায়গায়। আড্ডা দেন  বিনোদন অঙ্গনের অনেকের সঙ্গেই।

১৯৮৯ সালে নাটকের দল নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেওয়ার মধ্য দিয়ে টনি ডায়েসের অভিনয়জীবন শুরু হয়। ১৯৯৪ সাল থেকে শুরু হয় টিভি নাটকের ক্যারিয়ার। ২০০৮ সাল পর্যন্ত চার শতাধিক নাটক, ধারাবাহিক আর টেলিছবিতে অভিনয় করেছেন টনি। তাঁর অভিনীত চলচ্চিত্রের সংখ্যা দুটি—‘মেঘের কোলে রোদ’ ও ‘পৌষ মাসের পিরিত’।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission