‘মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ —এই প্রত্যয় নিয়ে আজ (সোমবার) বাংলাদেশসহ সারা বিশ্বে পালিত হচ্ছে মাদকবিরোধী দিবস। প্রতি বছর ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সারা বিশ্বে দিবসটি পালিত হয়।
দিবসটির বিশেষ তাৎপর্য রয়েছে দেশেও। কেননা, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মাদক সেবন, ব্যবসা ও পাচারের দিক থেকে বাংলাদেশ অন্যতম। মাদকের ভয়াল গ্রাস দেশে ধীরে ধীরে বাড়ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, সীমান্তবর্তী দুই দেশ (ভারত ও মিয়ানমার) থেকে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজার মতো মাদক দেশে প্রবেশ করছে। এসব মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিমশিম খাচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, দেশে এখন পর্যন্ত যেসব মাদক পাওয়া গেছে এর মধ্যে সব থেকে ভয়ানক মাদক হচ্ছে এলএসডি। এলএসডি সেবন করলে সেবনের পর সেবনকারী আর স্বাভাবিক জীবনে থাকেন না। এই মাদকের সেবনের অল্প কিছু দিনের মধ্যেই সেবনকারী আত্মঘাতী হয় নয় তো মারাত্মক শারীরিক সমস্যায় ভুগে।
দিন যতই এগুচ্ছে মাদক ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করছে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমন কঠোর অবস্থা দেখে মাদক কারবারিরাও কৌশল পরিবর্তন করে মাদকের কারবার চালিয়ে যাচ্ছেন।
মাদক কারবারিরা নৌ, সড়ক, রেল ও আকাশপথ ব্যবহার করে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক রাজধানীসহ সারা দেশে পাচার করছেন। আবার মাদক বিক্রির ক্ষেত্রেও নিত্য নতুন কৌশল আশ্রয় নিচ্ছেন। বর্তমানে অনলাইন প্লাটফর্মকে টার্গেট করেও দেশে মাদকের ব্যবসা জমে উঠছে।
পুলিশের তথ্য অনুযায়ী, এলএসডি সেবনকারী ও কারবারিরা ইউরোপের বিভিন্ন দেশ থেকে কুরিয়ারের মাধ্যমে দেশে প্রথম এলএসডি মাদক নিয়ে আসেন। পরে তারা অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে মাদক কেনাবেচা এবং সেবন করে থাকেন।
এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার সূত্রে জানা যায়, শুধু এলএসডি নয় বর্তমানে বিভিন্ন ধরনের মাদকের কারবার চলছে অনলাইন প্লাটফর্মে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজর রয়েছে বলেও জানা গেছে।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এক সঙ্গে কাজ করে যাচ্ছেন। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সরকারি-বেসরকারি সব সংস্থাকে মাদকমুক্ত সুস্থ সমাজ প্রতিষ্ঠায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের।