ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম আবারও সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে করোনা পরীক্ষা করালে তাদের ফল পজিটিভ আসে।
ডিএনসিসির জনসংযোগ শাখা থেকে গতকাল রাতেই এ তথ্য জানানো হয়। শুধু মেয়র নন, মেয়রের সহধর্মিণী ডা. শায়লা সাগুফতা ইসলাম এবং তাদের একমাত্র কন্যা বুশরা আফরিনও করোনা আক্রান্ত হয়েছেন।
করোনায় আক্রান্ত মেয়র আতিক, তার স্ত্রী, মেয়ে ও গৃহকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে ডিএনসিসির জনসংযোগ শাখা। তবে চিকিৎসকের পরামর্শে প্রয়োজন হলে তারা হাসপাতালে ভর্তি হবেন।
মেয়র আতিকুল ইসলাম নিজের ও পরিবারের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। এর আগে ২০২০ সালের অক্টোবর মাসে মেয়র আতিকুল ইসলাম সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তখন তারা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসাপাতালে চিকিৎসা নেন।
কেএফ/এসকে