ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

বাংলাদেশকে আরও ৩০ লাখ টিকা দিল যুক্তরাষ্ট্র

আরটিভি নিউজ

শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২ , ০৮:১৭ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র ফাইজারের তৈরি আরও ৩০ লাখ ডোজ করোনার টিকা বাংলাদেশকে অনুদান দিয়েছে। এর ফলে বাংলাদেশে দেশটির মোট টিকা অনুদানের পরিমাণ দাঁড়াল ৬ কোটি ৪০ লাখেরও বেশি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ এপ্রিল) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এ কথা জানায়।

যুক্তরাষ্ট্র দূতাবাস বলছে, এই সংখ্যা আরও বাড়বে। ফাইজারের তৈরি টিকার এই চালানে রয়েছে নতুন ধরনের পুরো প্রস্তুতকৃত টিকা যা বাহুতে প্রয়োগের আগে কোনো মিশ্রণের প্রয়োজন নেই।

বিজ্ঞাপন

এমনকি শীতল-সরবরাহ-ব্যবস্থা ন্যূনতম হলেও নতুন এই টিকাটি দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা যেতে পারে। তাছাড়া নতুন শুরু হওয়া বুস্টার কার্যক্রমে সহায়তা দিতে নতুন এই টিকাগুলো একেবারে সঠিক সময়ে এসে পৌঁছেছে বলে জানায় দূতাবাস।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |