বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. হারুন-অর-রশিদ আওরঙ্গের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ নজরুল ইসলাম বাবু এমপি।
সংগঠনের মহাসচিব মোহাম্মদ খালেদ মোছান্নাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, স্বাধীনতা দেশজ চিকিৎসক পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক ডা. আ জ ম দৌলত আল মামুন, ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলহাজ কামরুল হাসান রিপন, বোর্ড এফিলিয়েটেড সোসাইটি ফর মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান হাবিব, এসপিকেএস মেডিকেল ইনস্টিটিউট চেয়ারম্যান গৌরাঙ্গ বিশ্বাস স্বাধীন, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের আহবায়ক ইলিয়াস মোল্লা ইলু, বিএমটিএ সদস্য সচিব শামীম শাহসহ সংগঠনের জেলা ও বিভাগীয় নেতৃবৃন্দ।
দেশের তৃণমূল পর্যায়ে দন্ত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ায় ডেন্টাল টেকনোলজিস্টদের প্রশংসা করেন বক্তারা।
এ সময় নজরুল ইসলাম বাবু বলেন, তৃণমূল পর্যায়ে দন্ত চিকিৎসা সেবাকে সহজেই পৌঁছে দিচ্ছে ডেন্টাল টেকনোলজিস্টগণ। তাদের খর্ব হওয়া অধিকারকে ফিরিয়ে দিতে জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।