করোনা আতঙ্কে উত্তর কোরিয়ায় জরুরি অবস্থা
বিশ্বের জুড়ে যখন তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাসে ঠিক তখন উত্তর কোরিয়ার অবস্থা পুরোপুরি বিপরীত। এখনও পর্যন্ত করোনা পজেটিভ কোনও ব্যক্তি পাওয়া যায়নি দেশটি। এতদিন এমটাই দাবি করে আসছিল কিম জং-উন প্রশাসন। যদিও সম্প্রতি এক ব্যক্তি সীমানা অতিক্রম করে দেশটিতে প্রবেশ করার পর করোনা উপসর্গ দেখা দেয়। এরপর শুরু হয়েছে করোনা আতঙ্ক। তাই পুরো দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সীমান্ত ঘেষা কেইসং এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৬২ লাখেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৪৪০ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে উত্তর কোরিয়ার দাবি দেশটিতে একজনও মরণব্যাধী করোনায় আক্রান্ত হয়নি।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাতে বিবিসি জানায়, ওই ব্যক্তিটি গেল ১৯ জুলাই দেশটিতে প্রবেশ করেন। তিনি করোনা আক্রান্ত এমন সন্দেহে আইসোলেশনে রেখে বেশ কয়েক দফা চিকিৎসা দেয়া হয়।
করোনা টেস্ট করালে যদি এই ব্যক্তির শরীরে কোভিড-নাইনটিন পাওয়া যায় তাহলে তিনি হবেন দেশিটির প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি।
করনো উপসর্গ ব্যক্তির তথ্য পেয়ে এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা করেন কিম জং-উন। এর পর জরুরি অবস্থা জারি ও সীমান্তের কেইসং শহরকে লকডাউনের ঘোষণা দেন।
ওয়াই
মন্তব্য করুন