• ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
logo

সরকার ভেঙে দিলেন লেবাননের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ আগস্ট ২০২০, ২২:৪৩
The Lebanese prime minister tore down the government
ছবি: সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চাপের মুখে সরকার ভেঙে দিলেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব।

এর আগে সোমবার আরও কিছু পরের দিকে পদত্যাগের ঘোষণা দেবে বলে বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছিলেন লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান।

রয়টার্সকে হামাদ হাসান বলেন, শিগগিরই প্রধানমন্ত্রী হাসান দিয়াব নেতৃত্বাধীন সরকার পদত্যাগের ঘোষণা দেবে।

এদিকে দেশটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সরকারবিরোধী তীব্র বিক্ষোভের মাঝে সোমবার দেশটির আরও দুজন মন্ত্রী পদত্যাগ করেন। এ নিয়ে দেশটির ৯ এমপি এবং মন্ত্রিসভার অন্তত চার সদস্য পদত্যাগ করেন।

গেল ৪ আগস্ট মঙ্গলবার একটি গুদামে বিস্ফোরণে প্রায় ২০০ মানুষের মৃত্যু এবং ছয় হাজারের বেশি মানুষ আহত হওয়ার পর লেবানন সরকারকে ব্যর্থতার দায় দিয়ে তাদের পতনের ডাকে আন্দোলনে নামে লেবাননবাসী। তুমুল বিক্ষোভ দমাতে নিরাপত্তা বাহিনীর হামলায় রণক্ষেত্র পরিনত হয় রাজধানী। এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে প্রায় তিন হাজার মানুষকে।

এসএস

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি হামলায় গাজা-লেবাননে আরও শতাধিক নিহত
লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩০
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১৮৩ প্রবাসী
লেবানন থেকে ফিরলেন আরও ৭০ বাংলাদে‌শি