আমদানি করা মুরগির মাংসে মিলেছে করোনা: চীন
ব্রাজিল থেকে চীনে আমদানি করা ফ্রেজেন মুরগির পাখনার নমুনায় করোনাভাইরাস ধরা পড়েছে। বৃহস্পতিবার চীনের দক্ষিণাঞ্চলীয় শেনঝেন শহরের কর্তৃপক্ষ এক নোটিশে এ কথা জানিয়েছে। খবর এনডিটিভির।
স্থানীয় ডিজিজ কন্ট্রোল সেন্টার জানিয়েছে, রুটিন চেকের অংশ হিসেবে মুরগির পাখনার প্যাকেটের সারফেসের নমুনা সংগ্রহ করা হয়। গত জুনে বেইজিংয়ের জিনফাদি সিফুড মার্কেট থেকে করোনা ছড়ানোর পর থেকেই আমদানি করা মাংস এবং সিফুডের ওপর এ ধরনের পরীক্ষা চালানো হচ্ছে।
নোটিশে বলা হয়েছে, শেনঝেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ ওই খাদ্য পণ্যের সংস্পর্শে আসা সবাইকে পরীক্ষা করেছে। এমনকি যেখানে ওই প্যাকেটজাত খাদ্য জমা করে রাখা হয়েছিল, সেখানকার খাদ্য পণ্যও টেস্ট করা হয়েছে। তবে সব খাদ্য পণ্যের ফলাফল নেগেটিভ এসেছে বলে ওই নোটিশে বলা হয়েছে।
বেইজিংয়ে ব্রাজিলের দূতাবাস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
শেনঝেন এপিডেমিক প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সদরদপ্তর জানিয়েছে, আমদানি করা মাংস ও সিফুড নিয়ে মানুষজনকে সতর্ক থাকতে হবে। এছাড়া সংক্রমণ হওয়ার ঝুঁকি কমাতে সব ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে।
আরও পড়ুন:
এ
মন্তব্য করুন