ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

করোনায় ভেনেজুয়েলার এক গভর্নরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২০ , ০৩:৫১ পিএম


loading/img
সিজিটিএন থেকে নেয়া

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের একজন গভর্নর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। দারিও ভিভাস নামের ওই গভর্নর বৃহস্পতিবার মারা যান। খবর সিজিটিএন ও আনাদোলু এজেন্সির।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কঠোর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন ভিভাস। গত ১৯ জুলাই নিজের করোনায় আক্রান্ত হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।

ভিভাসের মৃত্যুর পর টুইটে এক পোস্ট দিয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তিনি বলেন, তিনি নিজের স্বাস্থ্যের যত্ন নেয়ার লড়াইয়ের সময় মারা গেছেন। আমরা সবাই করোনা মহামারির বিরুদ্ধে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছি।

বিজ্ঞাপন

ভেনেজুয়েলার শীর্ষ পর্যায়ে যে তিনজন কর্মকর্তা এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ভিভাস তাদের একজন ছিলেন। তবে ভিভাসই হলেন দেশটির প্রথম কোনও শীর্ষ কর্মকর্তা যিনি করোনায় মারা গেলেন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলায় এ পর্যন্ত ৩০ হাজার ৩৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ২৫৯ জন। আর সুস্থ হয়েছে ২১ হাজার ৩৮৫ জন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |