• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

করোনায় ভেনেজুয়েলার এক গভর্নরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ আগস্ট ২০২০, ১৫:৫১
Venezuelan governor dies of COVID-19
সিজিটিএন থেকে নেয়া

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের একজন গভর্নর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। দারিও ভিভাস নামের ওই গভর্নর বৃহস্পতিবার মারা যান। খবর সিজিটিএন ও আনাদোলু এজেন্সির।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কঠোর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন ভিভাস। গত ১৯ জুলাই নিজের করোনায় আক্রান্ত হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।

ভিভাসের মৃত্যুর পর টুইটে এক পোস্ট দিয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তিনি বলেন, তিনি নিজের স্বাস্থ্যের যত্ন নেয়ার লড়াইয়ের সময় মারা গেছেন। আমরা সবাই করোনা মহামারির বিরুদ্ধে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছি।

ভেনেজুয়েলার শীর্ষ পর্যায়ে যে তিনজন কর্মকর্তা এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ভিভাস তাদের একজন ছিলেন। তবে ভিভাসই হলেন দেশটির প্রথম কোনও শীর্ষ কর্মকর্তা যিনি করোনায় মারা গেলেন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলায় এ পর্যন্ত ৩০ হাজার ৩৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ২৫৯ জন। আর সুস্থ হয়েছে ২১ হাজার ৩৮৫ জন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাঙ্কিপক্স নিয়ে নতুন যে তথ্য দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনায় আক্রান্ত অক্ষয়
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৩
করোনায় প্রাণ গেল আরও একজনের