• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

করোনায় গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু ৯৪৪ জনের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ আগস্ট ২০২০, ১৬:২৭
Corona has killed 944 people in India in the last 24 hours
ছবি: সংগৃহীত

লাফিয়ে বাড়ছে ভারতে করোনা আক্রান্ত আর মৃতের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৯৮০ জনে। আক্রান্তের সংখ্যায়ও তাদের অবস্থান তিন নম্বরে।

দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ১৯ হাজার ৭৪৯ জন। এরপরই আছে তামিলনাড়ু। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৫ হাজার ৬৪১ জন এবং দিল্লিতে ৪ হাজার ১৮৮ জন। এছাড়া আক্রান্ত আর মৃতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা ও গুজরাটে।

আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায় ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৪৯০ জন। এতে দেশটিতে এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫ লাখ ৮৯ হাজার ৬৮২ জনে।

আক্রান্তের সংগে সুস্থও হচ্ছেন আশানুরূপ। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬২ হাজার ২৫৮ জন। সুস্থতার হার ৭০ শতাংশের বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৩২২ জন।

আরও পড়ুন:

এমআর/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধ হবে: অমিত শাহ
পশ্চিমবঙ্গে ২ তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
পশ্চিমবঙ্গে গিয়ে গ্রেপ্তার চার বাংলাদেশি
ধর্ষণবিরোধী বিল পাস হলো পশ্চিমবঙ্গে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড