আটক ৪ তেল ট্যাংকার ইরানের নয়: জারিফ
মার্কিন জলদস্যুদের হাতে আটক তেল ট্যাংকার ইরানের নয় বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ।
শনিবার এক টুইটার বার্তায় তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী প্রস্তাব পাস করতে চরমভাবে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র সরকার একথা প্রচার করে যে, ভেনিজুয়েলাগামী চারটি ইরানি তেল ট্যাংকার আটক করা হয়েছে।
তিনি বলেন, ক্যারিবিয়ান সাগরের জলদস্যুরা নিজেদের জন্য আদালত ও বিচারক নিয়োগ দিয়েছে। মার্কিন জলদস্যুরা যে চারটি তেল ট্যাংকার ডাকাতি করে নিয়ে গেছে তার কোনোটির মালিকানাই ইরানের নয়।
যুক্তরাষ্ট্র চারটি ইরানি তেল ট্যাংকার আটক করেছে বলে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি দাবি করার পর ভেনিজুয়েলায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হুজ্জাত সুলতানি ওই দাবিকে ‘সাম্রাজ্যবাদী প্রচারযন্ত্র থেকে উৎপাদিত আরেকটি মিথ্যা পণ্য’ বলে অভিহিত করেন।
এ ছাড়া, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও মার্কিন গণমাধ্যমে ইরানি তেল ট্যাংকার আটকের ভুয়া খবর প্রচারকে ‘ন্যাক্কারজনক’ বলে অভিহিত করেছেন।
আরও পড়ুন:
এমকে
মন্তব্য করুন