• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৮ লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ আগস্ট ২০২০, ০৯:১৭
This information is available from the World Meter, one of the latest statistics on coronavirus worldwide.
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। সোমবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ১৮ লাখ ২৪ হাজার ৮০৭ জন এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত লাখ ৭৩ হাজার ৩২ জন। এছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৪৫ লাখ ৫৮ হাজার ৩২৮ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের এ তথ্য পাওয়া যায়।

করোনা আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৫৫ লাখ ৬৬ হাজার ৬৩২ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৭৩ হাজার ১২৮ জন। সুস্থ হয়েছেন ২৯ লাখ ২২ হাজার ৭২৪ জন।

ব্রাজিলে এক লাখ ৭ হাজার ৮৭৯ জনের প্রাণ গেছে করোনায়। দেশটিতে মোট আক্রান্ত ৩৩ লাখ ৪০ হাজার ১৯৭ জন। সুস্থ ২৪ লাখ ৩২ হাজার ৪৫৬ জন।

তৃতীয় স্থানে থাকা ভারতে মোট ২৬ লাখ ৪৭ হাজার ৩১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫১ হাজার ৪৫ জনের।

এদিকে দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ২৪ জন।

দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৭৬ হাজার ৫৪৯ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৩২ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৬৫৭ জনে। এদিকে ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৩১৫ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট এক লাখ ৫৮ হাজার ৯৫০ জন সুস্থ হলেন।

এসএ/ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়