• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভারতের সংসদ ভবনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ আগস্ট ২০২০, ১১:১৫
india parliament fire
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে সংসদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

এনডিটিভি জানায়, অ্যানেক্স বিল্ডিংয়ের ৭ তলার ৬ নম্বর কক্ষে আগুন লাগে। তবে আগুনে শুধু ওই কক্ষটিতেই ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যত্র আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিস কর্মীরা বলে জানান দিল্লির ফায়ার সার্ভিস বিভাগের পরিচালক অতুল গর্গ ।

তিনি বলেন, সকালে অগ্নিকাণ্ডের খবর পাই আমরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

করোনার দাপটে ২৫ মার্চ থেকে ভারতজুড়ে লকডাউন ঘোষণার কয়েক দিন আগে থেকেই সংসদের দুই কক্ষ, লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন স্থগিত করে দেয়া হয়। বাজেট অধিবেশন স্থগিত করা হয় ২৩ মার্চ।

আরও পড়ুন:

এসএ/ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে পালিয়ে শেষ রক্ষা হবে না: টুকু
ভারতের ২ ক্রিকেটার নিষিদ্ধ
পার্থে ৭২ বছরের পুরোনো রেকর্ড ভাঙলো ভারত-অস্ট্রেলিয়া
ভারত ভিসা কবে উন্মুক্ত করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ