ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

করোনা সংক্রমণের ভয়ে নির্বাচন পেছালো নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৭ আগস্ট ২০২০ , ১২:৩৯ পিএম


loading/img
বিবিসি থেকে নেয়া

করোনাভাইরাস সংক্রমণের ভয়ে এক মাসের জন্য সাধারণ নির্বাচন পিছিয়ে নিউজিল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন এক ঘোষণায় এ কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

আগামী ১৯ সেপ্টেম্বর দেশটিতে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত সময়ে এই নির্বাচন এখন ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।

আর্ডার্ন সোমবার বলেন, নতুন সময়ের কারণে পার্টিগুলো ‘প্রচারণার সময় বিভিন্ন পরিস্থিতি নিয়ে পরিকল্পনা’ করার সময় পাবে।

বিজ্ঞাপন

এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির সবচেয়ে বড় শহর লকডাউন করে দেয়া হয়।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, এই সিদ্ধান্তের ফলে সব পার্টি প্রচারণার জন্য ৯ সপ্তাহ সময় পাবে। আর নির্বাচন অনুষ্ঠানের জন্য ইলেকটোরাল কমিশনও যথেষ্ট সময় পাবে।

তবে নির্বাচন আরও পেছানোর কোনও ‘ইচ্ছাই’ তার নেই বলেও জানিয়েছেন আর্ডার্ন। এর আগে নির্বাচন পেছানোর দাবি তুলেছিল বিরোধী ন্যাশনাল পার্টি। তাদের দাবি ছিল যে, প্রচারণার ওপর বিধিনিষেধের কারণে অসম সুবিধা পেয়েছেন আর্ডার্ন।

বিজ্ঞাপন

নতুন করে সংক্রমণ শুরু হওয়ার পর বুধবার অকল্যান্ডে বিধিনিষেধ আরোপ করা হয়। সোমবারও সেখানে নতুন করে ৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সবমিলিয়ে সেখানে এ পর্যন্ত ৫৮ জন রোগী পাওয়া গেছে।

উল্লেখ্য, তিন মাসের বেশি ধরে করোনামুক্ত ছিল নিউজিল্যান্ড। এই সময়ের মধ্যে দেশটিতে করোনার স্থানীয় সংক্রমক ঘটেনি। কিন্তু গত সপ্তাহে অকল্যান্ডে সংক্রমণ শুরু হওয়ার পর নতুন করে আতঙ্ক দেখা দেয় দেশটিতে।

আরও পড়ুন:

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |