• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ২০ লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ আগস্ট ২০২০, ০৮:০৮
Coronavirus symbolic image
করোনাভাইরাস প্রতীকী ছবি

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। মঙ্গলবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ২০ লাখ ৪১ হাজার ৩০৪ জন এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত লাখ ৭৭ হাজার ১৯৪ জন। এছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ৮৩ হাজার ৬৭০ জন সুস্থ হয়ে উঠেছেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সবশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের এ তথ্য পাওয়া যায়।

করোনা আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৫৬ লাখ ১২ হাজার ২৭ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৭৩ হাজার ৭১৬ জন। সুস্থ হয়েছেন ২৯ লাখ ৭৩ হাজার ৫৮৭ জন।

ব্রাজিলে এক লাখ ৭ হাজার ৮৭৯ জনের প্রাণ গেছে করোনায়। দেশটিতে মোট আক্রান্ত ৩৩ লাখ ৬৩ হাজার ২৩৫ জন। সুস্থ ২৪ লাখ ৭৮ হাজার ৪৯৪ জন। মারা গেছেন ১ লাখ ৮ হাজার ৬৫৪ জন।

তৃতীয় স্থানে থাকা ভারতে মোট ২৭ লাখ ১ হাজার ৬০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫১ হাজার ৯২৫ জনের।

এদিকে দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৯৫ জন।

দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৭ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৯৪ জনে। এদিকে ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৬৪১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট এক লাখ ৬০ হাজার ৫৯১ জন সুস্থ হলেন।

আরও পড়ুন:

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ-জ্বালানি খাতের চুক্তি পর্যালোচনায় আন্তর্জাতিক সংস্থা নিয়োগের সুপারিশ
সম্প্রচারে ফিরছে শিশুদের প্রথম আন্তর্জাতিক নেটওয়ার্ক ‘চাইল্ড মেসেজ’
কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মেহজাবীনের ‘প্রিয় মালতী’
মেলবোর্নের আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশি ১০ প্রতিষ্ঠান