• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

পদত্যাগ করেছেন কানাডার অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ আগস্ট ২০২০, ১১:৪৭
Canada finance minister quits amid charity probe
সংগৃহীত

একটি দাতব্য সংস্থা উই চ্যারিটি সংশ্লিষ্ট কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পর পদত্যাগ করেছেন কানাডার অর্থমন্ত্রী বিল মরনো।

বিদেশে উই চ্যারিটির কাজ দেখতে গিয়ে যে ভ্রমণ খরচ হয়েছে, তা তিনি দেননি এমন খবর সামনে আসার পর থেকেই পদত্যাগের জন্য চাপে ছিলেন মরনো।

তিনি বলেন, সম্প্রতি আমি উপলব্ধি করি যে, আমি ব্যয় হওয়া ৪১ হাজার কানাডীয় ডলার পরিশোধ করিনি। তবে পরে অবশ্য তিনি ব্যয় পরিশোধ করতে একটি চেক দেন।

ওই চ্যারিটির সঙ্গে সংশ্লিষ্টতার ঘটনায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার পরিবারও চাপে রয়েছে।

এর আগে মরনো জানান, তিনি লিবারেল পার্টির মন্ত্রিসভা থেকে এবং পার্লামেন্টে তার সংসদীয় আসন থেকেও সরে দাঁড়াবেন।

সোমবার গণমাধ্যমকে মরনো বলেন, ট্রুডোর মন্ত্রিসভায় নিজের পদের জন্য এখন আর ‘সঠিক লোক’ নন তিনি। তবে উই স্ক্যান্ডালের কারণে তিনি পদত্যাগ করেননি বলেও জানান মরনো।

মরনো বলেন, আমি আজ (সোমবার) প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাকে জানাই যে আগামী নির্বাচনে আমি আর প্রতিদ্বন্দ্বিতা করবো না। কখনই আমার দুইবারের বেশি ফেডারেল নির্বাচনের অংশ নেয়ার ইচ্ছা ছিল না।

আরও পড়ুন:

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়