• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

রাশিয়ার জ্বালানিমন্ত্রী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ আগস্ট ২০২০, ১৪:২৩
Russian Energy Minister Alexander Novak tests positive for coronavirus
রাশিয়া টুডে থেকে নেয়া

রাশিয়ার জ্বালানিমন্ত্রী আলেক্সজান্ডার নোভাক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুতিন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। খবর রাশিয়া টুডের।

রাশিয়ার দূর প্রাচ্য সফরকালে এ তথ্য জানান প্রধানমন্ত্রী মিখাইল মিশুতিন। ওই অঞ্চলের অর্থনৈতিক অবস্থায় গতি আনতে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তিনি।

প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, নোভাক এখানে এসেছিল কিন্তু কোনও বৈঠকে অংশ না নিয়েই মস্কো ফিরে গিয়েছেন।

জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ৪৮ বছর বয়সী নোভাকের শরীরে করোনার কোনও উপসর্গ ছিল না। আগামী বুধবার ভিডিও কলের মাধ্যমে নোভাক ওপেক প্লাসের বৈঠকে যোগ দেবেন বলেও জানিয়েছে ওই কর্মকর্তা।

এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে দূর প্রাচ্য সফরে থাকা একাধিক রিপোর্টারের শরীরেও করোনা ধরা পড়েছে। পরে তাদের আইসোলেট করে জরুরি মন্ত্রণালয়ের প্লেনে করে মস্কো নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন আলেক্সজান্ডার নোভাক।

এর আগে গত সপ্তাহে বিশ্বের প্রথম করোনা টিকার অনুমোদন দেয় রাশিয়া। কিন্তু দেশটিতে করোনা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি এখনও। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে এ পর্যন্ত ৯ লাখ ২৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৫ হাজার ৭৪০ জনের।

আরও পড়ুন:

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ.লীগ আমলে পাইপলাইনে ভারতে গ্যাস রপ্তানির বিষয়টি গুজব: জ্বালানি মন্ত্রণালয়
মাঙ্কিপক্স নিয়ে নতুন যে তথ্য দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
গ্যাস নিয়ে সুখবর দিলো জ্বালানি মন্ত্রণালয়
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৩