• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

বেড়েছে ট্রাম্পের জনসমর্থন: সিএনএনের জরিপ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ আগস্ট ২০২০, ১৫:৪৬
US election 2020, Trump or Biden
ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন কেন্দ্রীক জরিপগুলোতে দেখা যাচ্ছিল, ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন জো বাইডেন। যদিও সবশেষ একটি জরিপে জানাচ্ছে, বিরোধী প্রার্থী বাইডেনের তুলনায় জনসমর্থনে এগিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প।

এসএসআরএস ও সিএনএনের একটি জনমত জরিপে দৃশ্যমান, গেল জুন থেকেই বাইডেনের সঙ্গে তুলনায় ট্রাম্পের জনসমর্থন বাড়তে শুরু করে।

ওই জরিপে প্রমাণ মিলেছে, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী বাইডেনের তুলনায় জনপ্রিয়তায় এগিয়ে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।

দেশটির ১৫ অঙ্গরাজ্যে চালানো এই জরিপের তথ্যে পাওয়া গেছে, ট্রাম্প ও বাইডেনের মধ্যে জনসমর্থনের ব্যবধান মাত্র ১ শতাংশে নেমে এসেছে।

জুন মাসে পুরুষদের মধ্যে ট্রাম্প-বাইডেনের পক্ষে সমর্থন ছিল সমান। তবে সম্প্রতি দেখা গেছে, ট্রাম্পের পক্ষে রয়েছে ৫৬ শতাংশ আর বাইডেনের পক্ষে ৪০ শতাংশ।

নতুন তথ্য হচ্ছে, ট্রাম্পের পক্ষে ৩৫ থেকে ৬৪ বছর বয়সী ভোটাররা। যা জুনে বাইডেনের পক্ষে ছিল।

স্বতন্ত্র ভোটারদের মধ্যে জুনে বাইডেনের পক্ষে ছিল ৫২ শতাংশ, ট্রাম্পের পক্ষে ছিল ৪১ শতাংশ। বর্তমানে ট্রাম্পের জনপ্রিয়তা বেড়ে ৪৫ শতাংশে দাঁড়িয়েছে। বাইডেনসের পক্ষে রয়েছে এখন ৪৬ শতাংশ।

আরও পড়ুন: ভিয়েতনামে নির্যাতনের শিকার ১০৭ বাংলাদেশি দেশে ফিরেছেন

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জ্যাকলিনের জন্য জেলে বসেই ট্রাম্পকে চিঠি দিলেন সুকেশ
ট্রাম্পের জয়ে দেশ ছাড়তে পারেন যেসব হলিউড সেলিব্রিটি
ট্রাম্পের জয়ে গোপালগঞ্জে খিচুড়ি ভোজ
ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় লাফালাফি করার কিছু নেই: সাকি