• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

কানাডার প্রথম নারী অর্থমন্ত্রী ফ্রিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ আগস্ট ২০২০, ১৪:০১
CHRYSTIA FREELAND
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড

কানাডার উপ-প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে দেশটির নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে জাস্টিন ট্রুডো সরকার। সংবাদ মাধ্যমে টরোন্টো স্টার বিষয়টি নিশ্টিত করেছে।

দেশটির ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন ৫২ বছর বয়সী ফ্রিল্যান্ড। সম্প্রতি একটি দাতব্য সংস্থা উই চ্যারিটি সংশ্লিষ্ট কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পর পদত্যাগ করেছেন অর্থমন্ত্রী বিল মরনো। তার জায়গায় নিয়োগ দেয়া হলো ফ্রিল্যান্ডকে।

সাবেক সাংবাদিক ফ্রিল্যান্ড এর আগে উত্তর আমেরিকার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে নিয়োগ দেয়ার পাশাপাশি কোভিড-নাইনটিনের প্রভাবে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সংসদের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

১৯৬৮ সালের কানাডার আলবার্টায় জন্ম নেন ফ্রিল্যান্ড। ডিগ্রি নিয়েছেন হার্ভাড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। ওয়াশিংটন পোস্ট ও ইকোনোমিস্টের মতো গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ২০১৩ সালে লিবারেল পার্টিতে যোগ দেন তিনি। ২০১৫ সালে আন্তর্জাতিক বাণিজ্য, ২০১৭ সালে পররাষ্ট্র মন্ত্রণালয় সামলান তিনি। গেল বছর উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয় তাকে।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিখ নেতা নিজ্জর হত্যার বিষয়ে সব জানতেন মোদি: দাবি কানাডার
কানাডা ও যুক্তরাজ্যের ২০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আসছে বাংলাদেশে
কানাডায় মানবদেহে প্রথম বার্ড ফ্লু শনাক্ত
১৪ দেশের শিক্ষার্থীদের দুঃসংবাদ দিল কানাডা