• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

বিশ্বে করোনায় মৃত্যু ৮ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ আগস্ট ২০২০, ১১:৪৬
Worldwide coronavirus death crosses 8 lakh 16 thousands
সংগৃহীত

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৫০ জন করোনাভাইরাসে মারা গেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, একই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে ২ লাখ ১৩ হাজার ৬০৯ জন। সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ১৬ হাজার ৫৭৪ জনের। আর আক্রান্ত হয়েছে ২ কোটি ৩৮ লাখ ২ হাজার ৮৭২ জন। তবে সুস্থ হয়েছে ১ কোটি ৬৩ লাখ ৫১ হাজার ১৮৫ জন।

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে। সেখানে নতুন করে ৮৫৪ জন করোনায় মারা গেছে। এসময় আক্রান্ত হয়েছে ৫৯ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৫৮ হাজার ৫৪৬ জনের। আর আক্রান্ত হয়েছে ৩১ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ।

বিশ্বজুড়ে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। সেখানে নতুন করে আরও ৬৭৯ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ২১ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ১৫ হাজার ৪৫১ জনের। আর আক্রান্ত হয়েছে ৩৬ লাখ ২৭ হাজারের বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা দেশটিতে নতুন করে মারা গেছে ৫১০ জন। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ৮১ হাজার ১১৪ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৪১ হাজারের বেশি মানুষ। ফলে আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ১৫ হাজার ছাড়িয়েছে।

এদিকে বৈশ্বিক মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা মেক্সিকোতে নতুন করে মৃত্যু হয়েছে ২২৬ জনের। সবমিলিয়ে মেক্সিকোতে এ পর্যন্ত ৬০ হাজার ৪৮০ জন করোনায় মারা গেছে। আর আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেছে দেশটিতে।


আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার ১৩৯ বছরের পুরনো গ্রে স্ট্রিট মসজিদে আগুন

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে এবার এইডস আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ, বিবাহিতদের মধ্যে বেশি
মাঙ্কিপক্স নিয়ে নতুন যে তথ্য দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৩
করোনায় প্রাণ গেল আরও একজনের