• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

ছয় রোহিঙ্গা নেতাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করলো মিয়ানমার

আরটিভি নিউজ

  ২৬ আগস্ট ২০২০, ১৬:২৩
politics, shonshod,
ফাইল ছবি

মিয়ানমারের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী রোহিঙ্গা জনগোষ্ঠীর ছয় রাজনীতিবিদকে অযোগ্য ঘোষণা করেছে দেশটির সরকার। জন্মসূত্রে তারা মিয়ানমারের নাগরিক হলেও এসব রাজনীতিবিদের জাতীয় পরিচয়পত্রে সমস্যা রয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।

ইরানি সংবাদ মাধ্যম পার্সটুডের খবরে বলা হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস এবং তাদের বেশিরভাগই মুসলমান। ২০১৭ সালের দিকে রাষ্ট্রীয় মদদে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও ব্যাপক নির্যাতন চালিয়ে লাখ লাখ রোহিঙ্গা মুসলমানকে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য করা হয়।

আগামী ৮ নভেম্বর মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অন্তত একডজন রোহিঙ্গা মুসলমান আবেদন জানিয়েছেন। এর মধ্যে ছয়জনকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। মিয়ানমারের সরকারি কর্মকর্তারা দাবি করছেন, এসব রাজনীতিবিদ প্রমাণে ব্যর্থ হয়েছেন যে, তাদের মা-বাবা মিয়ানমারের নাগরিক ছিলেন। মিয়ানমারের নির্বাচনী আইন অনুসারে প্রার্থীর মা বাবাকে মিয়ানমারের নাগরিক হওয়া বাধ্যতামূলক।

আরও পড়ুন: মেসির গন্তব্য কোথায়?

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের জন্য আরও ১৯৯ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র