ইন্দোনেশিয়ার বালিতে বিদেশি পর্যটকের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্থানীয় গভর্নর জানিয়েছেন, ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত কোনও বিদেশি পর্যটককে বালি দ্বীপে প্রবেশের অনুমতি দেয়া হবে না। নিষেধাজ্ঞার পেছনের কারণ হিসেবে করোনাভাইরাসের মহামারী হিসেবে উল্লেখ করা হয়েছে। খবর বিবিসির।
চলতি বছরের মার্চে করোনার দাপট শুরু হলে দ্বীপটিতে পর্যটকদের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। করোনা কিছুটা নিয়ন্ত্রণে এলে কর্তৃপক্ষ জানায়, আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা চলবে। সেক্ষেত্রে সেপ্টেম্বর থেকে বিদেশি পর্যটকদের আবারও আমন্ত্রণ জানানোর কথা ছিল।
যদিও শেষ পর্যন্ত পরিস্থিতি বিবেচনা করে, নতুন করে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে ইন্দোনেশিয়া সরকার। তাই ঝুঁকি এড়াতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগেই তার মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দেয়া হয়েছে।
জুলাইয়ের শেষে শুধু ইন্দোনেশিয়ার পর্যটকদের জন্য দ্বীপের সব সৈকত খুলে দেয়া হয়। মন্দির ও পর্যটন স্পটগুলোও উন্মুক্ত করা হয়েছিল। তবে আগস্টে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন সিদ্ধান্ত নেয়া হলো।
এখন পর্যন্ত ইন্দোনেশিয়ায় ১ লাখ ৬০ হাজার ১৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬ হাজার ৯৪৪ জনের। শুধু বালিতে ৪ হাজার মানুষ আক্রান্ত হয়। লাশের মিছিলে যোগ দেয় ৪৯ জন।
ওয়াই