• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ক্রাইস্টচার্চে মসজিদে হামলার রায়কে স্বাগত জানালেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

  ২৭ আগস্ট ২০২০, ১১:০৩
The Prime Minister of New Zealand Jacinda Ardern
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন

ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এলোপাতাড়ি গুলি করে ৫১ মুসল্লিকে হত্যার ঘটনায় ব্রেন্টন টারেন্টকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ রায়কে স্বাগত জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

জাসিন্ডা বলেন, ১৫ মার্চের যন্ত্রণা ভুলে যাবার মতো নয়। কিন্তু আজ, আমার প্রত্যাশা; এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা সন্ত্রাসীদের নাম উচ্চারণ কিংবা শোনার কোনো অজুহাত আমাদের থাকার দরকার নেই।

আজ বৃহস্পতিবার হামলাকারী ব্রেন্টন টারেন্টকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নিউজিল্যান্ডের আদালত। সাজার রায়ে এই ঘৃণ্য অপরাধীর জন্য কোনো প্যারোলের সুযোগ রাখা হয়নি।

দেশটিতে এই প্রথমবারের মতো কোনো অপরাধীকে এমন শাস্তি দেয়া হয়েছে।

২৯ বছর বয়সী অস্ট্রেলিয় এই বন্দুকধারী যুবক সম্পর্কে বিচারক ক্যামেরন মেন্ডার বলেছেন, টারান্টের অপরাধ এতই বিদ্বেষপূর্ণ যে, যাবজ্জীবন কারাদণ্ডও তার জন্য যথেষ্ট নয়। তিনি বলেছেন, এ ঘটনায় নিউজিল্যান্ডের হৃদয়ে প্রচুর ক্ষত ও আঘাত তৈরি হয়েছে।

'আপনার কাজটি ছিল খুবই অমানবিক' বলেন বিচারক। তিনি আরও বলেন, 'আপনি ঠান্ডা মাথায় ভেবেচিন্তে ৩ বছর বয়সী শিশুকেও হত্যা করেছেন, যে তার বাবার পা জড়িয়ে ধরেছিল।'

২০১৯ সালের ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে বন্দুক নিয়ে গুলি করতে শুরু করে ওই হামলাকারী। শুক্রবারের নামাজের সময় আল নূর মসজিদে তিনি প্রথম হামলা করেন। এরপর গাড়ি চালিয়ে পাঁচ কিলোমিটার দূরের লিনউড মসজিদে গিয়ে আবার হামলা করে আরও মানুষ হত্যা করেন। এ ঘটনায় নিউজিল্যান্ডসহ পুরো বিশ্ব স্তম্ভীত হয়ে পড়ে। টারান্ট ফেসবুকে তার হামলার পুরো দৃশ্য লাইভে দেখাচ্ছিলেন।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউজিল্যান্ড সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা শ্রীলঙ্কার
ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সাউদিকে বিদায় জানাল নিউজিল্যান্ড
হ্যামিল্টনে নিউজিল্যান্ডের রান পাহাড়, চাপে ইংল্যান্ড
হ্যামিল্টন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে বড় লিডের পথে নিউজিল্যান্ড