ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সৌদি যুবরাজের টার্গেটে থাকা সাবেক গোয়েন্দা প্রধানের জামাতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০ , ১১:১১ এএম


loading/img
সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান সাদ আল জাবরি

এবার সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান সাদ আল জাবরির আরও একজন আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছে। 

বিজ্ঞাপন

বর্তমানে কানাডায় রাজনৈতিক আশ্রয়ে থাকা জাবরির পরিবারের সদস্যরা জানিয়েছেন, সাদ আল জাবরিরের জামাতা সালিম আল মুজাইয়্যেনিকে আটক করেছে। খবর পার্সটুডের।

এর আগে গত মার্চ মাসে জাবরির দুই সন্তান ও ভাইকে আটক করা হয়। 

বিজ্ঞাপন

সাদ আল জাবরি সাবেক সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন নায়েফের উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন। বর্তমান যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ২০১৭ সালের ২১ জুন নায়েফকে সরিয়ে দিয়ে যুবরাজের দায়িত্ব গ্রহণ করেন।  

সাদ আল জাবরিরের পরিবার মনে করছে তার আত্মীয়-স্বজনকে আটক করে জাবরিকে দেশে ফিরতে বাধ্য করতে চায় রিয়াদ।  

জাবরি বলছেন, মুহাম্মাদ বিন সালমান কি প্রক্রিয়ায় যুবরাজের দায়িত্ব গ্রহণ করেছেন সে তথ্য তিনি জানার কারণে সৌদি সরকার তাকে টার্গেট করেছে। তাকে হত্যা করতে চায় সৌদি সরকার। 

বিজ্ঞাপন

তিনি আরও দাবি করেছেন, ২০১৮ সালে তাকে হত্যা করার জন্য সৌদি নিরাপত্তা বাহিনীর একটি দল কানাডায় গিয়েছিল।  ওয়াশিংটনের একটি আদালতে দায়ের করা মামলায় জাবরি আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের অক্টোবর মাসে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পরপরই যুবরাজ মুহাম্মাদ বিন সালমান তাকে হত্যার জন্যও ঘাতক স্কোয়াড পাঠিয়েছিলেন। কিন্তু কানাডার বিমানবন্দর কর্তৃপক্ষের সন্দেহ হলে ওই স্কোয়াডকে দেশটিতে ঢুকতে না দিয়ে বিমানবন্দর থেকেই ফিরতি ফ্লাইটে তাদেরকে সৌদি আরবে পাঠিয়ে দেয়া হয়।

সৌদির সাবেক গোয়েন্দা প্রধান সাদ আল-জাবরি প্রায় তিন বছর আগে কানাডায় রাজনৈতিক আশ্রয় নেন এবং তখন থেকে তিনি দেশটিতে নিরাপত্তা সুরক্ষা ভোগ করছেন।

আরও পড়ুন 

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |