• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

কুয়েতে বাংলাদেশি মা-মেয়ের মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ আগস্ট ২০২০, ১৯:৪৭
Bangladeshi mother and daughter murdered in Kuwait
সংগৃহীত

কুয়েতের জ্লিব এলাকায় একটি ঘর থেকে বাংলাদেশি মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির পুলিশ এ খবর জানিয়েছে। খবর আরব টাইমসের।

পুলিশ বলছে, একটি ফোনকল পেয়ে তারা জ্লিব আল-শুইয়ুক এলাকায় যায়। সেখানে একটি ভবনের নিচতলার একটি রুমে তারা দুজনের মৃতদেহ দেখতে পান।

কুয়েতের পুলিশ জানায়, তারা ঘটনাস্থলে গিয়ে দুজন নারীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। পরে অনুসন্ধানে জানা যায়, ওই দুজন বাংলাদেশি নাগরিক। তারা সম্পর্কে মা ও মেয়ে বলেও জানিয়েছে কুয়েতি পুলিশ।

এদিকে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে বলে জানিয়েছে তারা।

অন্যদিকে হত্যাকাণ্ডের শিকার মা ও মেয়ের বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। আর কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটিও জানায়নি কুয়েতের পুলিশ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুয়েতে তাপমাত্রা নেমেছে মাইনাস ৩ ডিগ্রিতে
শাহজালাল বিমানবন্দরে ভেঙে পড়ল কুয়েত এয়ার ওয়েজের প্লেনের দরজা
কুয়েত সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা
কুয়েতে ছুরিকাঘাতে বাংলাদেশি খুন