কাশ্মীরে ভারতীয় সেনা সদস্যসহ সাত জঙ্গি নিহত
ভারতের জম্মু-কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গেল ২৪ ঘণ্টায় ৭ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এসময় একজন ভারতীয় সেনা সদস্যেরও মৃত্যু হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, শুক্রবার গভীর রাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় কমপক্ষে তিন জঙ্গি নিহত হয়েছে। জাদুরা এলাকায় দুই পক্ষের প্রবল গুলির লড়াই হয়। সেই সংঘর্ষেই তিন জঙ্গি মারা পড়ে।
ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, নিহতরা লস্কর ই তৈয়বার সঙ্গে সম্পৃক্ত।
এদিকে শুক্রবার সোপিয়ান জেলায় আরেকটি অপারেশনে চার জঙ্গি নিহত হয়েছে বলে জানানো হয়। ভারতীয় জনতা পার্টির সঙ্গে সম্পৃক্ত স্থানীয় এক পঞ্চায়েত নেতাকে অপহরণ করার সময় অপারেশন চালালে নিহত হয় তারা।
কিলোরা এলাকায় এই ঘটনায় একজন আত্মসর্ম্পণও করেছেন। এসময় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। টাইমস নাও নিউজ জানাচ্ছে, নিহতদের মধ্যে জঙ্গি গোষ্ঠী আল বদরের জেলা কমান্ডারও রয়েছে।
আরও পড়ুন: করোনা: বিশ্বব্যাপী মৃত্যু ছাড়াল ৮ লাখ ৪১ হাজার
ওয়াই
মন্তব্য করুন