• ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

দিল্লির দাঙ্গায় পুলিশ জড়িত: অ্যামনেস্টির রিপোর্ট

আরটিভি নিউজ

  ২৯ আগস্ট ২০২০, ১১:৫২
india, hindu, amnesti,
ফাইল ছবি

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে দিল্লির সহিংসতায় স্থানীয় পুলিশ জড়িত ছিল বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে বলা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, শুক্রবার প্রকাশিত অ্যামনেস্টির রিপোর্টে আরও বলা হয়, সেদিনের দাঙ্গা থামানোর জন্য পুলিশের যেমন সক্রিয় ভূমিকা রাখতে দেখা যায়নি, তেমনি দাঙ্গা পীড়িত মানুষ যখন ফোন করে পুলিশের সাহায্য চেয়েছে, তখনও তাদের এগিয়ে আসতে দেখা যায়নি।২৩ ফেব্রুয়ারির ওই দাঙ্গায় হিন্দুত্ববাদীদের তাণ্ডবে ৫০ জনেরও বেশি মুসলমান নিহত হয়।

অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের মারধর, আটককৃতদের নির্যাতন এবং হিন্দুদের সঙ্গে দাঙ্গায় সক্রিয়ভাবে অংশ নিয়েছে দিল্লি পুলিশ।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আরও জানান, কয়েকটি ভিডিওতে দাঙ্গার সময় পুলিশকে নীরব ভূমিকায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এসময় দাঙ্গাকারীদের হামলা ও অগ্নিসংযোগ করতে দিতে দেখা গেছে।

হিন্দুত্ববাদী নেতারা বিদ্বেষপূর্ণ বক্তৃতা, দাঙ্গার উস্কানি দিলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বরং পুলিশ মানবাধিকার নিয়ে কাজ করা সমাজকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীদের গ্রেফতার করেছে। যাদের অধিকাংশই মুসলমান।

আরও পড়ুন: কাশ্মীরে ভারতীয় সেনা সদস্যসহ সাত জঙ্গি নিহত

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার্থীদের গণগ্রেপ্তার বন্ধে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বান
কোটা আন্দোলনকারীদের ওপর হামলায় অ্যামনেস্টির নিন্দা
বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি অস্থিতিশীল করছে যুক্তরাজ্য : অ্যামনেস্টি 
ড. ইউনূসের রায় নি‌য়ে যা বলল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল