• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ইরানের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করতে চায় পাকিস্তান

আরটিভি নিউজ

  ২৯ আগস্ট ২০২০, ১৭:২৭
Prime Minister Imran Khan
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে বৈঠক করছেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার দেশের সঙ্গে প্রতিবেশী দেশ ইরানের বিদ্যমান সম্পর্কে আরও উন্নত করতে আগ্রহ প্রকাশ করেছেন। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এআরওয়াই-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমন আগ্রহের কথা জানিয়েছেন তিনি।

ইমরান খান বলেন, গেলো দুই বছর ধরে পাকিস্তান প্রতিবেশী দেশগুলোসহ আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নত করছে। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সঙ্গে বিশেষ করে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে উষ্ণ সম্পর্ক রয়েছে। এ অঞ্চলের উত্তেজনা কমানোর ক্ষেত্রে পাকিস্তান ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, ইরানের নগর ব্যবস্থাপনা বিশেষ করে রাজধানী তেহরান দারুণ উন্নতি সাধিত হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান উন্নয়নের নজির স্থাপন করেছে। এটা পাকিস্তানের লাহোর ও করাচির কাছে মডেল হতে পারে।

গেলো এপ্রিল মাসে তেহরান সফর করেছিলেন ইমরান খান। ওই সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ও প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। পাকিস্তানি মুখপত্র দাবি করেছিলেন যে, ইরান ও সৌদি আরবের মধ্যকার উত্তেজনা কমাতেই তিনি নেমেছেন। একইসময়ে তিনি সৌদি আরবও সফর করেন।


এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আইসিসি যা বলবে আমরা মেনে নেব’, পাকিস্তান ইস্যুতে বিসিসিআই সচিব
ঢাকাগামী বিমানে বোমা হামলার বার্তা এসেছে পাকিস্তানি নম্বর থেকে
আবেদন খারিজ, ট্রাইব্যুনালেই চলবে জুলাই গণহত্যার বিচার 
দুই দশক পর বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের সভা